E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে অতিরিক্ত মদ পানে দুই তরুণীর মৃত্যু

২০২৪ অক্টোবর ১২ ১৭:৩৫:০৩
ফরিদপুরে অতিরিক্ত মদ পানে দুই তরুণীর মৃত্যু

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে অতিরিক্ত মদ পানে দুই শিক্ষার্থীট মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে ওই দুই তরুণীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে একজনকে সাথে সাথে মৃত ঘোষণা করা হয়, অপরজন চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।

নিহতরা হলেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস (২০), সে মাগুরা জেলার শালিকা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে এবং অপরজন হলেন সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রী পড়ুয়া রত্না সাহা (২৪)। রত্না ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আম গ্রামের রতন কুমার সাহার মেয়ে।

নিহতদের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারি রাজেন্দ্র কলেজে পড়ুয়া ওই দুই শিক্ষার্থী শহরের আলীপুরের কানাই মাতুব্বরের মোড় এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। শুক্রবার সন্ধ্যায় পূজা দেখে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন তারা। ক্রমশ অবস্থায় অবনতি ঘটলে মধ্যরাতে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় রাত চারটার দিকে মারা যান।

ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামান অতিরিক্ত অ্যালকোহল পানে ওই দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, 'লাশ উদ্ধার করে ময়না তদন্তেে পাঠান হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে'।

(আরআর/এএস/অক্টোবর ১২, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test