E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩

২০২৪ অক্টোবর ১২ ১৫:১৯:২৭
নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের সুশান্ত সরকার (৩০) হত্যাকাণ্ডের পৌনে দুইমাস পর অবশেষে তিন জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নাছিরাবাদ গ্রামের আওলাদ হোসেনের ছেলে কবির হোসেন(২২) ও জাকির হোসেনের ছেলে সুজন মিয়া (২৪) এবং পাশ্ববর্তী শ্রীঘর গ্রামের কবির হোসেসের ছেলে জুনায়েদ মিয়া (২৩)।

পুলিশ গত দুদিনে পৃথক তিনটি অভিযান চালিয়ে এলাকার মানিকনগর, নারায়নপুর ও শ্যামগ্রাম থেকে এদেরকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদেরকে আজ শনিবার (১২ অক্টোবর) সকালে আদালতে প্রেরণ করা হয়। পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে সুশান্ত খুনের সঙ্গে গ্রেপ্তারকৃতরা জড়িত ছিল এ মর্মে স্বীকারোক্তি দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা (আই,ও) স্থানীয় সলিমগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাছির উদ্দিন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে প্রতিদিনের বাংলাদেশকে দুপুরে বলেন,'মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে সন্দেহভাজন হিসেবে সুশান্ত হত্যা মামলায় এ তিনজনকে আমরা গ্রেপ্তার করেছি। আজ এরা আদালতে ১৬৪ ধারায় খুনের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকারও করেছে। মামলাটির তদন্ত অব্যাহত আছে।'

প্রসঙ্গত, গত ১৮ আগস্ট রাতে বাড়ি থেকে সুশান্তকে তার কয়েকজন বন্ধু ডেকে নিয়ে যাওযার পরদিন ১৯ আগস্ট সকালে নাছিরাবাদ গ্রামের পাশে মেঘনা নদীর পাড়ে সুশান্ত সরকারের (৩০) রক্তাক্ত লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের মা রূপালী সরকার বাদী হয়ে স্থানীয় এক সাংবাদিক ও প্রভাবশালী একজন আওয়ামীলীগ নেতা সহ ৬ জনের নাম উল্লেখ করে নবীনগর থানায় একটি হত্যা মামলা রুজু করেন। তবে পুলিশ এজাহারভুক্ত কাউকেই এ ঘটনার পর এখনও গ্রেপ্তার করতে পারেনি।

(জিডিএন/এএস/অক্টোবর ১২, ২০২৪)

পাঠকের মতামত:

৩১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test