E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে শারদীয় দুর্গা পূজার মন্ডপ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

২০২৪ অক্টোবর ১২ ১৫:১০:১৮
মহম্মদপুরে শারদীয় দুর্গা পূজার মন্ডপ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে  শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব।এ উপলক্ষে সপ্তমী পূজার রাতে মহম্মদপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল।

এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো,মোঃ রাফাত আল মেহেদী,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরা,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী কানু তেওয়ারী।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল বলেন,,প্রতিবারের মতো এবারও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে।শারদীয় দুর্গা উৎসব পালন করা হচ্ছে। বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে আমরা পূজা দেখছি।

পূজায় সার্বিক নিরাপত্তা ও আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করছি।মহম্মদপুর উপজেলার ৮টি ইউনিয়নে ১০৩ টি মন্ডপে দুর্গা পূজা উদযাপিত হচ্ছে।পূজা মন্ডপে নিরাপত্তার জন্য সিসিটিবির ক্যামেরা পূজাতে সকল মন্দিরে নিশ্চিত করেছি।একই সাথে গুরুত্বপূর্ণ নম্বরসহ তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা করেছি।গতবারে যে কোনো সময় থেকে এবারে নিরাপত্তা পরিস্থিতি এবং আমরা অতিরিক্ত ভাবে সতর্ক রয়েছি।

(বিএসআর/এএস/অক্টোবর ১২, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test