E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামী গ্রেফতার

২০২৪ অক্টোবর ১২ ১৪:৪৬:৪২
গোপালগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামী গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ২য় শ্রেণির ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার আসামী মনতোষ মধু কে (২৪) গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৬। গ্রেফতারকৃত আসামীকে আজ শনিবার গোপালগেঞ্জ জেলার কোটালীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে ।

গত ১০ অক্টোবর গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধিয়াশুর গ্রামে র‌্যাব -৬ (সদর কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মনোতোষ মধু কোটালীপাড়া উপজেলার লখিরপাড় গ্রামের মনোরঞ্জন মধুর ছেলে।

আজ শনিবার দুপুরে র‌্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণ চেষ্টার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। মনোতোষের বিরুদ্ধে আগেও এধরনের বেশ কয়েকটি অভিযোগ রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত শুক্রবার (৪ অক্টোবর) রাত ৯ টার দিকে ওই ছাত্রীর বাবা বাড়ির পাশের দোকানে যান। বাবা বাইরে থাকায় ছাত্রী দরজা বন্ধ না করেই বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে ঘুমিয়ে পড়ে। রাত্র সাড়ে ১০ টার দিকে মনতোষ মধু ওই ঘরে প্রবেশ করে লাইট বন্ধ করে জোরপূর্বক ছাত্রীর জামাকাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে । তখন চিৎকার করলে আসামি তার নাক-মুখ হাত দিয়ে আটকে ধরে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। আঘাতে সে অজ্ঞান হয়ে গেলে আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ছাত্রীর বাবা বাড়িতে এসে তার মেয়েকে অজ্ঞান অবস্থায় দেখে শরীরে পানি দিলে তার জ্ঞান ফিরে। পরবর্তীতে সে বেশি অসুস্থ হয়ে পড়ে।

গত রবিবার (৬ অক্টোবর) চিকিৎসার জন্য তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

গত (৮ অক্টোবর) ছাত্রীর বাবা বাদী হয়ে মনোতোষ মধুকে আসামী করে কোটালীপাড়া থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, ওই ছাত্রীর মা দেড় বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে।

(এমএস/এএস/অক্টোবর ১২, ২০২৪)

পাঠকের মতামত:

২৪ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test