E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ইজিবাইক ও ভ্যানের দৌরাত্ম্যে নাকাল পাংশাবাসী

২০২৪ অক্টোবর ১০ ১৮:২৯:০৬
ইজিবাইক ও ভ্যানের দৌরাত্ম্যে নাকাল পাংশাবাসী

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় দিন দিন বেড়েই চলেছে ব্যাটারি চালিত ইজিবাইক ও ভ্যানের সংখ্যা। অতিরিক্ত এসব যানবাহনের কারণে ঘটছে নানা দুর্ঘটনা। দুর্ঘটনায় পঙ্গুত্বসহ অসহায় জীবনযাপন করা মানুষের সংখ্যাও কম নয়। বেপরোয়া চালকদের যত্রতত্র ইজিবাইক ও ভ্যান পার্কিং করায় তীব্র যানজটের ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছে শহরবাসী। ইজিবাইক ও ভ্যানের ভোগান্তির হাত থেকে পরিত্রান পেতে নানা কর্মসূচি হাতে নিলেও তা বাস্তবায়ন হয়নি। যার ফলে পাংশা শহরের সাধারণ মানুষ এ ভোগান্তি থেকে মুক্তি পায়নি এখনো।

সাধারণ মানুষ বলছে শহরে বর্তমানে প্রয়োজনের তুলনায় পাঁচগুণ বেশি ইজিবাইক ও ভ্যান চলাচল করছে। এসব যানবাহনের সংখ্যা হাজার হাজার। অপ্রাপ্তবয়স্ক-অদক্ষ চালকদের কারণেই সড়কে যানজট হচ্ছে। ঘটছে ছোট-বড় অনেক দূর্ঘটনা।

জানা গেছে, শহরের কালীবাড়ি মোড়, ট্যাম্পু স্ট্যান্ড, রেলগেট, শিল্পকলা মোড়, বারেক মোড় সহ বেশকিছু গুরুত্বপূর্ন সড়কে প্রতিনিয়ত দেখা যায় ইজিবাইক ও ভ্যানের যানজট। এই যানজট নিরসনেনেই ট্রাফিক পুলিশ।

রাস্তার পাশে এক ফল ব্যবসায়ী বলেন, ইজিবাইক ও ভযানগুলো দিন দিন সড়কে বেপোরোয়া ভাবে চলাচল করছে। চলতি পথে হঠাৎ করেই রাস্তার পাশে দাড়িয়ে পড়ে এসব যানবাহন। যানজট কমাতে কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নিয়ে নিশ্চুপ বসে রয়েছে।

পথচারী সালাম বলেন, অদক্ষ চালকের কারণে দূর্ঘটনাগুলো ঘটে। দিন দিন এসব ব্যাটারব চালিত যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ার ফলে যানজট সৃষ্টি হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত চালক ইজিবাইক চালালে দূর্ঘটনা কম হবে বলে মনে করেন তিনি।

আরেক পথচারী সোবহান বলেন, অতিদ্রুত এখানে ট্রাফিক পুলিশ প্রয়োজন৷ তা না হলে যানজট আরও বাড়বে।

যানজটের বিষয়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নবাগত পৌর প্রশাসক মাসুদুর রহমান রুবেল বলেন, যানজটের বিষয়ে খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

(একে/এসপি/অক্টোবর ১০, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test