E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বেশি দামে ডিম বিক্রি করায় দুই আড়তদারকে জরিমানা

২০২৪ অক্টোবর ১০ ১৪:২৭:৩২
বেশি দামে ডিম বিক্রি করায় দুই আড়তদারকে জরিমানা

রাজন্য রুহানি, জামালপুর : বেশি দামে ডিম বিক্রি করায় জামালপুরের সরিষাবাড়িতে ৭৫ হাজার টাকা জরিমানা দিয়েছেন দুই আড়তদার। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের এই জরিমানা করা হয়।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলায় ডিমের আড়তসমূহে বাজার অভিযান পরিচালনা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম জানান, প্রাণিসম্পদ অধিদপ্তরের জারি করা নির্ধারিত ডিমের যৌক্তিক মূল্যের চেয়ে বেশি দামে দুটি আড়ত থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ডিম সরবরাহ করা হচ্ছিল। ফলে সারাদেশের বাজারগুলোতে ডিমের দাম বেড়ে যাচ্ছে। বেশি দামে ডিম বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেসার্স ওমর আলী ট্রেডার্স ও মেরী এন্টারপ্রাইজ কে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, দুই আড়তদারকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এমনকি ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যে ডিম বিক্রি করবেন মর্মে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

তিনি আরো জানান, জগন্নাথগঞ্জ ঘাট বাজার ও পিংনা বাজারের সকল ব্যবসায়ীকে আইন মেনে ব্যবসা পরিচালনা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নির্দেশনা দেয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা সেনেটারি ইন্সপেক্টর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সরিষাবাড়ি ও জেলা আনসার ব্যাটালিয়ানের একটি দল।

(আরআর/এএস/অক্টোবর ১০, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test