E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরদীতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় তিন শিক্ষক বরখাস্ত

২০২৪ অক্টোবর ০৯ ২০:০০:১৮
ঈশ্বরদীতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় তিন শিক্ষক বরখাস্ত

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে আন্তঃ উপজেলা ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি খেলাকে কেন্দ্র করে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুবীর কুমার দাশ তিন শিক্ষককে বরখাস্ত করেন। বরখাস্তকৃত শিক্ষার্থীরা হলেন, রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোস্তফা কামাল, সহকারি শিক্ষক আরিফুল ইসলাম, সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল কালাম।

ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম তিন শিক্ষকের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ দুই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে আছেন ইউএনও মহোদয়। তিন শিক্ষককে সাময়িক ববরখাস্ত করা হয়েছে । এ বিষয়ে তদন্তের জন্য চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।

প্রসংগত: মঙ্গলবার (৮ অক্টোবর) পরিষদ চত্বর মাঠে আন্তঃ উপজেলা ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি খেলাকে কেন্দ্র করে রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে। এতে উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ, শিক্ষক আবুল কালামসহ ১০ জন আহত হয় । এসময় বিক্ষুদ্ধ শিক্ষার্থী উপজেলা পরিষদের একটি কক্ষের আসবাবপত্র ভাংচুর ও ইউএনওর বাসভবনে হামলা করে। পুলিশ এ ঘটনায় এক বহিরাগত শিক্ষার্থীকে চাকুসহ আটক করে।

(এসকেকে/এসপি/অক্টোবর ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test