E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভৈরবে চামড়া শিল্পের সামাজিক ও পরিবেশগত মান উন্নয়নে গোল টেবিল বৈঠক

২০২৪ অক্টোবর ০৯ ১৭:৪৯:৩৪
ভৈরবে চামড়া শিল্পের সামাজিক ও পরিবেশগত মান উন্নয়নে গোল টেবিল বৈঠক

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরবে চামড়া শিল্পের সামাজিক ও পরিবেশগত মান উন্নয়নে গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়। আজ ৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটেরিয়াম কক্ষে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা সলিডার সুইস, ওশি ফাউন্ডেশন, গণস্বাস্থ্য  এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে “এলায়েন্স বিল্ডিং মিটিং অন এনভায়নমেন্টাল ইমপেক্ট এন্ড রাইটস এট লেদার সেক্টর” শীর্ষক  গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সলিডার সুইসের তত্ত্বাবধানে বাংলাদেশ অক্যুপেশনাল সেইফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘বিল্ডিং এ সাসটেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ’ প্রকল্পে অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন। দেশের সম্ভাবনাময় চামড়া শিল্পকে টেকসই খাত হিসেবে এগিয়ে নিতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় একযোগে কাজ করছেন।

গোল টেবিল বৈঠকে বক্তারা জানান, ভৈরবের পাদুকা শিল্পের উন্নয়ন ও কারখানায় ব্যবহৃত চামড়া ও রিক্সিনের বর্জ্য অপসারণ ও রিসাইকেলিং করে ব্যবহার যোগ্য করার বিষয়ে পাদুকা শিল্পের সংশ্লিষ্টদের সচেতনতা ও পরিকল্পনা গড়ে তোলার তাগিদ দেন। যদি পাদুকা শিল্পে ব্যবহৃত চামড়া জাত পণ্য যদি সুষ্ঠু ব্যবস্থাপনায় উৎপাদন করা হয় তাহলে চামড়া খাতের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। ভৈরবের পাদুকা শিল্পের উন্নয়ন, আর্থিক সহযোগিতা ও অতিরিক্ত বর্জ্য উৎপাদনজনিত পরিবেশ দূষণ নিরসন করার উপায়, চ্যালেঞ্জ ও কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয়।

গোল টেবিল বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রিদওয়ান আহমেদ রাফি, রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাসুদ রেজা, ওশি ফাউডেশনের প্রকল্প কর্মকর্তা মো. আলম হোসেন, সলিডা সুইস কর্মকর্তা আহসান, গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা ফেরদৌস কবির, ভৈরব পাদুকা মালিক সমিতির সভাপতি আলামিন প্রমুখ।

এছাড়া পাদুকা কারখানার মালিক, উদোক্তা, পাদুকা শ্রমিক, শিক্ষক, উন্নয়ন সহযোগী সংস্থা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। গোল টেবিল বৈঠকের সমন্বয়ক হিসেবে ছিলেন মতিউর রহমান সাগর।

(এসএস/এএস/অক্টোবর ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test