E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সাভারে পুলিশের পোশাকে সয়াবিন তেল ভর্তি ট্রাক লুট

২০২৪ অক্টোবর ০৯ ১৫:০০:৪৮
সাভারে পুলিশের পোশাকে সয়াবিন তেল ভর্তি ট্রাক লুট

তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারে পুলিশের পোশাক পরে ট্রাক ভর্তি সোয়াবিন তেলের চালান লুট করেছে দুর্বৃত্তরা। এসময় তারা ট্রাক চালক ও তার সহকারীকে হাত পা মুখ বেধে সড়কের পাশে ফেলে যায়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন বিশ্বনাথ ট্রের্ডাসের মালিক লোকনাথ ঘোষ।

বুধবার ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ব্যাংকটাউন ব্রিজের কাছ থেকে ৬০ ড্রাম সয়াবিন তেলসহ ট্রাক লুটে নেয়।

বিশ্বনাথ ট্রের্ডাসের মালিক লোকনাথ ঘোষ বলেন, ঢাকার ডেমরা এলাকার টিটে গ্রুপের কারখানা থেকে ৬০ ড্রাম সয়াবিন তেল নিয়ে সাভার নামাবাজারে তার প্রতিষ্ঠানে আসার পথে ভোররাত আনুমানিক চারটার দিকে হেমায়েতপুর আলমনগর এলাকায় পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি সংকেত দিয়ে ট্রাক থামায়। তাকে গন্তব্য বলার পর পুলিশ টাউন পার হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজে উঠতেই একটি হায়েস মাইক্রোবাস দিয়ে পথরোধ করে ট্রাকের। তখন ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসটি সামান‍্য ক্ষতিগ্রস্ত হয়। তখন ৫/৬ জনের সশস্ত্র দল ট্রাক চালক সেলিম ও তার সহকারী রাজিবকে জিম্মি করে হাত পা মুখ বেধে মাইক্রোতে তুলে তেল ভর্তি ট্রাক নিয়ে ধামরাইয়ের দিকে রওনা করে। ধামরাই সুতিপাড়া ব্রিজের কাছে মারধোর করে চালক ও তার সহকারীকে ফেলে রেখে তেল ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায়।

ব‍্যবসায়ী লোকনাথ ঘোষ আরও বলেন, প্রতিটি ড্রামে ২০৪লিটার করে সয়াবিন তেল ছিল। যার মূল্য ১৯ লাখ ৫০ হাজার টাকা। ট্রাকটিও তার নিজের। অল্প কিছুদিন আগে ব‍্যসায়ীক কাজের জন‍্য ট্রাকটি ক্রয় করেছেন।

ট্রাক চালক সেলিম মিয়া জানান, বিশ্বনাথ ট্রেডার্স এর তেল নিয়ে সাভার নামাবাজার আসার পথে ভোর রাত চারটার দিকে পুলিশের পোশাক পরা অস্ত্রধারী দূবৃত্তরা তাদের জিম্মি করে মারধর করার পর নেশাদ্রব‍্য খাইয়ে তেলভর্তি ট্রাক লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় বিশ্বনাথ ট্রেডার্স এর মালিক লোকনাথ ঘোষ সকালে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ লুন্ঠিত মালামাল উদ্ধার বা ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।

এ ব‍্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা বলেন, তেলের ড্রাম ভর্তি ট্রাক লুটের ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। দূবৃত্তরা পুলিশের পোশাক পরা ছিল এমন প্রশ্নর জবাবে তিনি বলেন, এমন কোন তথ‍্য পাইনি তবে ট্রাক চালক ও মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(টিজি/এএস/অক্টোবর ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

Website Security Test