E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টঙ্গীবাড়ীতে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

২০২৪ অক্টোবর ০৮ ১৮:০৩:৪৭
টঙ্গীবাড়ীতে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

টঙ্গিবাড়ী প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় "মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪" বাস্তবায়ন উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা সারে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসলাম হোসেন এন সভপতিত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা'র সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাহমিনা আক্তার রিনা, যুব উন্নয়ন কর্মকর্তা মো: শাহজাহান, প্রাথমিক শিক্ষা অফিসার রাফেজা খাতুন,টঙ্গীবাড়ী থানার এসআই নিজাম, আনসার ভিডিপি কর্মকর্তা কারিমা বেগম, সাংবাদিক সহ আড়তদার ও জেলেবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে অভিযান অব্যাহত থাকবে। তাই ২২ দিন পদ্মা ও মেঘনা নদীতে জাল ফেলে মাছ ধরা সম্পন্ন নিষিদ্ধ থাকবে। এসময় হলো ইলিশের প্রধান প্রজনন মৌসুম। তাই এই সময় সকলকে মা ইলিশ ধরা থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়। মা ইলিশ রক্ষায় ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা এবং কারাদণ্ড ছাড়াও উভয় দণ্ডের বিধান রয়েছে।

(এনডি/এসপি/অক্টোবর ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test