E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী

২০২৪ অক্টোবর ০৭ ২০:১৯:৪৯
জামালপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে “প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্যে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৭ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলানায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি জামালপুরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাসিনা বেগম। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমি আক্তার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, জেলা প্রেসক্লাব সভাপতি এডভোকেট ইউসুফ আলী, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক ফজলে এলাহী মাকামসহ আরো অনেকে।

এ সময় বক্তারা শিশুর অধিকার বাস্তবায়নে সকলের অঙ্গীকারের পাশাপাশি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সবাইকে উদ্যোগী হবার আহ্বান জানান। একই সঙ্গে সমৃদ্ধ নতুন বাংলাদেশ বিনির্মাণে ও শিশু নির্যাতন প্রতিরোধ করে শিশুদের সুষ্ঠুভাবে বেঁচে থাকার অধিকার বাস্তবায়নে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

(আরআর/এএস/অক্টোবর ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test