E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাংশায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

২০২৪ অক্টোবর ০৭ ১৯:০৪:০০
পাংশায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় রবিবার (৬ অক্টোবর) রাতে মৌ (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মৌ উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী পশ্চিমপাড়া (সেনগ্রামপাড়া) এলাকার শরীফুলের স্ত্রী ও তিন বছর বয়সী এক কণ্যা সন্তানের জননী।

শরীফুল ওই এলাকার জেহের মন্ডলের ছেলে। এবং মৌ পাংশার কলিমহর ইউনিয়নের খোর্দবসা গ্রামের আনিস মন্ডলের মেয়ে

এঘটনায় নিহতের স্বামী শরীফুল বলেন, আমি ডেকোরেটরের কাজ শেষ করে বিকালের দিকে বাড়িতে আসি। সন্ধার দিকে বাড়ী থেকে বের হয়ে চরঝিকড়ী বাজারে আমার নিজের ইলেক্ট্রনিক্সের দোকানে যাই। রাত সারে ১০ টার দিকে বাড়ী ফিরে আমার স্ত্রীকে ঘরের ডাঁবের সাথে গলায় কাপর পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখি। পরে তাকে দ্রুত নামিয়ে প্রতিবেশিদের সহায়তায় পাংশা হাসপাতালে নিয়ে আসি। শরীফুল আরও বলেন, আমার স্ত্রী আমাদের পার্শ্ববর্তি গ্রামের রাব্বি নামে এক ছেলের সাথে পরকিয়া প্রেম করতো। আমি কয়েকবার নিষেধ করার পরও ও না শোনায়, ওকে আমি ওর বাবার বাড়িতে জানালে উনারা এসে ওকে নিয়ে যায়। বেশ কিছুদিন পরে আমার শাশুড়ি আমাকে বলেন, ও ভালো হয়ে গেছে, এমন ভুল ও আর দ্বিতীয়বার করবে না। তুমি ওকে নিয়ে যাও। এরপর আমি ওকে নিয়ে আসি।

ওকে বাড়িতে আসার পর আবারও ওই ছেলের সাথে পরকিয়া প্রেম চালিয়ে যেতে থাকে। তারপর আজ এই অবস্থা। এবিষয়ে প্রতিবেশি নিজাম মন্ডলের স্ত্রী কল্পনা বলেন, শরীফুলের বৌ একটা ছেলের সাথে মোবাইলে কথা বলতো, ওদের দুজনকে রাতের আধারে বাগানের মধ্যে দাঁড়িয়ে কথা বলতেও দেখেছি।

পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক বলেন, মৌ নামে উনাকে স্বজনরা রাত ১১টার দিকে পাংশা হাসপাতালে নিয়ে আসে। এবং বলে আত্মহত্যা করেছে। আমি চেক করে দেখি এখানে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

এঘটনায় পাংশা মডেল থানার সাব-ইনেস্পেক্টর মোজাম্মেল বলেন, সংবাদ পেয়ে আমরা হাসপাতালে আসি এবং মরদেহের সুরতহালের কাজ শুরু করি। এটা হত্যা নাকি আত্মহত্যা সেটা ময়না তদন্তের পরই বলা যাবে।

(একে/এসপি/অক্টোবর ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test