E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আধিপত্য নিয়ে দুই ইউপি সদস্যের বিরোধ

কাশিয়ানীতে ২০টি বাড়িঘরে প্রতিপক্ষের ভাঙচুর লুটপাট

২০২৪ অক্টোবর ০৭ ১৮:৩৬:১৯
কাশিয়ানীতে ২০টি বাড়িঘরে প্রতিপক্ষের ভাঙচুর লুটপাট

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  ২০টি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। 

সোমবার (৭ অক্টোবর) ভোর সাড়ে ৬ টার দিকে কাশিয়ানী উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়নের খায়েরহাট গ্রামের আস্তানা পাড়ায় এ ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে আব্দুল্লাহ মোল্যা (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে অন্তত ১০ জন গ্রামবাসী জানায়, এলাকার আধিপত্য নিয়ে কাশিয়ানী সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আবু জাফর শিকদার ও সাবেক ইউপি সদস্য বদিউজ্জামান বতু গ্রুপের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত শনিবার (৫ অক্টোবর) রাতে ইউপি সদস্য জাফরের সমর্থক আরিফ শিকদারকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের সমর্থকরা। তারপর বদিউজ্জামান বতু গ্রুপের পুরুষ সদস্যারা গা ঢাকা দেয়। এ ঘটনার জের ধরে আজ সোমবার ভোরে জাফর শিকদারের নেতৃত্বে তার সমর্থকরা ঢাল, সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে বতু গ্রুপের সমর্থক মফিজ, কালু, ইউনুস, ফিরোজ, হান্নান, সামাদ, আহাদ, ফরহাদ, মাসুদ, সাকিব শেখ, ইকবাল, মনির, কামরুল, ফারুক শিকদারের ঘরবাড়িতে ব্যাপক ভাংচুর চালায়। এসব ঘরে থাকা টিভি, ফ্রিজ, স্বর্ণালংকার, মালামাল, নগদ টাকা লুটপাট করে নিয়ে যায় হামলাকারীরা। পরে খবর পেয়ে কাশিয়ানী ও মুকসুদপুর থানা পুলিশ, কাশিয়ানী সেনাবাহিনীর টহলদল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজকের ঘটনার পর জাফরের পুরুষ সমর্থকরাও বাড়ি ঘরে নেই।

কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার আধিপত্য নিয়ে বিবদমান দু’পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। এলাকার পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

(টিবি/এসপি/অক্টোবর ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test