E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভাঙ্গায় শিক্ষা বৃত্তি ও গুণী শিক্ষক সংবর্ধনা প্রদান

২০২৪ অক্টোবর ০৭ ১৮:০৯:৫৮
ভাঙ্গায় শিক্ষা বৃত্তি ও গুণী শিক্ষক সংবর্ধনা প্রদান

মিরান মাতুব্বর, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষা বৃত্তি প্রদান ও গুণী শিক্ষককে সংবর্ধনা, সম্মাননা পদক প্রদান করা হয়েছে। 

আজ সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, এলাকার গন্যমান্য ব্যাক্তি, সাংবাদিক সহ নানা শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।

সহকারী শিক্ষক মোঃ ফরহাদ হোসেনের সঞ্চালনায় ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। সভায় তিনি শিক্ষা, কর্মসংস্থান, দারিদ্র্যতা, এলাকার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বলেন, আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে অসহায়, দরিদ্র শ্রেণির মানুষের সাহায্যার্থে এগিয়ে যাওয়া, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে সংগঠনটি কাজ করবে। আজকের শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা বৃত্তি প্রদান তারই অংশ বিশেষ।

সভায় উপজেলা নির্বাহী অফিসার বি এম কুদরত-এ খুদা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তির্ন মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র এবং শিক্ষা বৃত্তি হিসাবে নগদ অর্থ তুলে দেন।

এ সময় অবসরপ্রাপ্ত গুনী শিক্ষক উপজেলার হিরালদী গ্রামের আঃ লতিফ মাষ্টারকে ফুল দিয়ে বরন করেন এবং তার হাতে ক্রেষ্ট তুলে দেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দীন, সমাজসেবা কর্মকর্তা মোঃ মোমিনুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন প্রমুখ।

(এমএম/এসপি/অক্টোবর ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test