E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে কাপ্তাই থানা পুলিশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০২৪ অক্টোবর ০৬ ২০:২১:৫৩
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে কাপ্তাই থানা পুলিশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপন মারমা, রাঙ্গামাটি : কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম বলেন, শারদীয় দূর্গা উৎসব যাতে সুষ্ঠু ভাবে সম্পাদন হয়, সেই জন্য কাপ্তাই থানার পক্ষ হতে সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে। অতীতের তুলনায় এই বছর আরোও   উৎসব মুখর পরিবেশে  শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। 

তিনি রবিবার (৬ অক্টোবর ) সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই থানা পুলিশ এর আয়োজনে থানা কমপ্লেক্সে উপজেলা পুজা উদযাপন পরিষদ এবং উপজেলার ৭ টি পুজা মন্দিরের প্রতিনিধিদের সাথে সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

কাপ্তাই থানার ওসি মো মাসুদ এর সভাপতিত্বে এসময় কাপ্তাই ট্রাফিক বিভাগের টিআই আশরাফুল আলম ও জয়দেব নাথ, কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শিপন বড়ুয়া, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য, উপদেষ্টা সমলেন্দু বিকাশ দাশ, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস বাবলু, সাংস্কৃতিক সম্পাদক ঝুলন দত্ত, কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার মল্লিক, মিশন এলাকা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির সভাপতি রিপন কান্তি গুহ, মিশন এলাকা সিদ্ধেশ্বরী কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুধীর ধর ও সাধারণ সম্পাদক জগদীশ দাশ, শিলছড়ি শ্রী শ্রী শিলছড়ি দুর্গা মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লিটন কান্তি দাশ, অর্থ সম্পাদক সুভাষ দাশ, ব্রিকফিল্ড সার্বজনীন মাতৃ মন্দির পরিচালনা কমিটির সভাপতি জনার্দন দাশ, কাপ্তাই সনাতন যুব পরিষদের সভাপতি আশু মল্লিক, সাধারণ সম্পাদক অভি সাহাসহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধি এবং পুলিশ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

(আরএম/এএস/অক্টোবর ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test