E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

'দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে, তা শক্ত হাতে প্রতিহত করা হবে'

২০২৪ অক্টোবর ০৬ ১৩:৩৩:৪৪
'দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে, তা শক্ত হাতে প্রতিহত করা হবে'

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও  বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, ‌ঢাকা উত্তরের  আহবায়ক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, 'কেউ দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে, তা শক্তহাতে প্রতিহত করা হবে'।

শনিবার (৫ অক্টোবর) রাতে ফরিদপুর শহরস্থ ‌কমলাপুর ময়েজ মনজিলে, ফরিদপুর মহানগর ও কোতোয়ালি থানা বিএনপি'র উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি'র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

‌সভাটিতে সভাপতিত্ব করেন ফরিদপুর মহানগর বিএনপি আহবায়ক এএফএম ‌কাইয়ুম জঙ্গি।

ওই সভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সহ-সভাপতি ডা. প্রকাশ স্বরূপ রায় অপু, যুগ্ম সাধারণ সম্পাদক অজয় কুমার রায়, চৌধুরী বাড়ি দুর্গা মন্দিরের সভাপতি ননী গোপাল বিশ্বাস, কোতোয়ালি থানা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট চিরঞ্জিত রায় , শহর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানার বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার নাজমুল চৌধুরী রঞ্জন প্রমুখ।

সভায় বিএনপি'র নেতৃবৃন্দ বলেন, 'বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে দীর্ঘকাল যাবত হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে একসাথে বসবাস করে আসছে, যা এখনো অব্যাহত আছে। আপনারা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালন করবেন'। বক্তারা ফরিদপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফের অবদান তুলে ধরে বলেন, ‌তাঁর সময়ে হিন্দু সম্প্রদায় লোকজন সব সময় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূজা উৎসব পালন করেছে।

বক্তারা আরো বলেন, বিএনপি ‌ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে, আর তাই বিএনপি শাসনামলে বিগত দিনে ফরিদপুরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি'। অনুষ্ঠানে কামাল ইউসুফ এর কন্যা চৌধুরী নায়াব ইউসুফকে আগামী সংসদ নির্বাচনে ফরিদপুর সদর আসন থেকে হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক লোক ভোট দিবেন ও তাকে জয়যুক্ত করবেন বলে আশা প্রকাশ করেন।

প্রধান অতিথির ভাষণে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, 'আমি ও আমার পরিবার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী করি। আমার বাবা ও আমার দাদা হিন্দু সম্প্রদায়ের লোকজনকে সাথে নিয়ে কাজ করেছেন। তাঁদের সুখে দুখে পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে পাশে থেকেছেন। আমাদের পরিবার অসাম্প্রদায়িক পরিবার'। তিনি শারদীয় দুর্গাপূজা উৎসব পালন সম্পর্কে বলেন, 'আপনারা ফরিদপুরে নির্ভয়ে পূজা উৎসব পালন করুন, আপনাদের কোন প্রকার ‌সমস্যা হবে না'। তিনি আরো বলেন, 'যদি কেউ দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে তা শক্তহাতে প্রতিহত করা হবে'।

এ ব্যাপারে ফরিদপুরের সেনাবাহিনীসহ প্রশাসনের সকল আইন-শৃঙ্খলা বাহিনী ‌গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।

এছাড়া তিনি জানান, 'ফরিদপুর জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের সহযোগিতা করবে, আমাদের নেতা কর্মীরা ‌প্রত্যেকটি মন্দির পরিদর্শন করবে ও সহযোগিতা করবে। আপনারা যাতে ‌দুর্গাপূজা ভালোভাবে পালন করতে পারেন, এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে'।

এসময় হিন্দু সম্প্রদায়ের উপস্থিত নেতৃবৃন্দ তাঁকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করার‌ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানটিতে ফরিদপুর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরআর/এএস/অক্টোবর ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test