E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে আবারও ডিমের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা

২০২৪ অক্টোবর ০৫ ১৯:৫০:১৭
ফরিদপুরে আবারও ডিমের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ডিমের দামের লাগাম টানতে আবারও ফরিদপুরে ডিমের বাজারে অভিযান চালিয়েছে ফরিদপুর জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর। এসময় ডিমের পাইকারি ব্যবসায়িক প্রতিষ্ঠান একতা টেডার্সকে ‌দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ শনিবার সকালে ভোক্তা অধিদপ্তরের উদ্যোগে ফরিদপুর শহরের চকবাজার এলাকায় ওই অভিযান কার্যক্রম পরিচালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকারের ‌সরকারি পরিচালক সোহেল শেখ, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী ব্যাটেলিয়ান ও বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ বাহিনী উপস্থিত ছিলেন। অভিযানে প্রতি পিস ডিমের ধার্য মূল্য ১১.৮৭ টাকা থেকে বেশি দামে ডিম বিক্রয়, ক্রয়-বিক্রয় ভাউচার না থাকা এবং ডিমের দামে কারসাজি করার অভিযোগে একতা ট্রেডার্স নামে একটি ব্যাবসায়িক প্রতিষ্ঠানকে নগদ দশ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ডিমের ডিলার পয়েন্ট, পাইকারী ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলা ভোক্তা অধিকার।

এসময় কর্মকর্তারা, ডিমের খুচরা সর্বোচ্চ মূল্য ১১.৮৭ টাকার নির্দেশনা মানতে, বাজারের সকল দোকানে মূল্য তালিকা প্রদর্শন করতে ও ডিমের সরকারি মূল্য ভোক্তা পর্যায়ে বাস্তাবায়নের জন্য স্থানীয় ডিম ব্যবসায়ীদের সতর্ক করে কঠোর নির্দেশনা প্রদান করেন।

(আরআর/এসপি/অক্টোবর ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test