E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আজকের শিশু আগামী বিশ্বের প্রতিনিধি’

২০২৪ অক্টোবর ০৫ ১৯:৪২:৩০
‘আজকের শিশু আগামী বিশ্বের প্রতিনিধি’

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : বিশ্ব শিশু দিবস ও শিশু সপ্তাহ উপলক্ষে ফরিদপুর জেলা খেলা ঘরের উদ্যোগে এক মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেল ৪টায় ফরিদপুর শহরের 'খেলাঘর' এর নিজস্ব অফিসের ‌সামনে অনুষ্ঠিত ওই মানববন্ধন গাজায় শিশু হত্যা বন্ধের দাবি করা হয়।

ফরিদপুর জেলা খেলাঘরের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই অনুষ্ঠানে খেলা ঘরের সদস্য ‌ জোবায়ের স্বপন, নুর আব্দুল্লাহ সাঈদ দাড়া, সজল বাড়ৈ, অর্চনা সাহাসহ খেলাঘরের অন্যান্য সদস্যবৃন্দ এবং প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা, গাজায় অবিলম্বে শিশুহত্যা বন্ধের জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, আজকের শিশু আগামী বিশ্বের প্রতিনিধি। বাংলাদেশসহ সারা বিশ্বের ‌শিশুদের যত্নসহকারে গড়ে তুলতে হবে। তারা যাতে ঠিকমত লেখাপড়া ও খেলাধুলা করতে পারে বিশ্বের প্রতিটি সমাজে সেই পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে। এছাড়া, বাংলাদেশের প্রতিটি শিশুকে ‌সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বর্তমান সরকারের সুদৃষ্টি কামনা করা হয়।

(আরআর/এসপি/অক্টোবর ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test