E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাটে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

২০২৪ অক্টোবর ০৪ ১৮:০৫:৪৬
বাগেরহাটে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে ঢুকে চিকিৎসকদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার দাবিতে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা হাসপাতারের বহির্বিভাগে সেবা বন্ধ রেখে চিকিৎসক ও কর্মচারীরা লাগাতর কর্মবিরতি পালন করছেন। হামলাকারীদের গ্রেফতার করে শান্তির আওতায় না আনা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন হাসপাতারের চিকিৎসকরা। ফলে হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা রোগীরা।

মোরেলগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রেজোয়ানা মেহজাবিন বন্যা জানান, বুধবার দুপুরে স্থানীয় শিমুল শেখ নামের এক ব্যক্তির নেতৃত্বে ২০-২৫ জনের এক দল সন্ত্রাসী হাসপাতালের জরুরী বিভাগে ঢুকে ডাক্তার চন্দন দাসকে বের করে বেধরক মারপিট করতে থাকে। আমি এবং জরুরী বিভাগের চিকিৎসক ডা. তনুশ্রী ডাকুয়া ঠেকাতে গেলে হামলাকারীরা আমাদেরও মারধর করে। হামলাকারীরা উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. শর্মী রায়কে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই ঘটনায় মোরেলগঞ্জ থানায় অভিযোগ দেয়া হলেও পুলিশ আসামীদের গ্রেফতার করছেনা। হামলাকারীদের গ্রেফতার করে শান্তির আওতায় না আনা পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করবো। কর্মবিরতি চলাকালে শুধুমাত্র হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা সেবা দেয়া হবে।

বাগেরহাটের সিভিল সার্জন ডাক্তার জালাল উদ্দিন আহমেদ জানান, বুধবার দুপুরে একদল সন্ত্রাসী মোরেলগঞ্জ হাসপাতালে ঢুকে চিকিৎসকদের উপর হামলা ও মারপিট করেছে। এঘটনার পর থেকে চিকিৎসকরা লাগাতর কর্মবিরতি পালন করছেন। চিকিৎসকদের বিষয়টি সর্বাগ্রে দেখতে হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন জানান, চিকিৎসকদের উপর হামলার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। দোষীদের আইনের আওতায় আনা হবে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিমুল শেখসহ অন্যরা গা ঢাকা দেয়ায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

(এস/এসপি/অক্টোবর ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test