E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লংগদুতে অবৈধ করাতলে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

২০২৪ অক্টোবর ০৩ ১৯:১৫:১৫
লংগদুতে অবৈধ করাতলে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

রাঙ্গামাটি প্রতিনিধি : সবুজ পাহাড়ের পাদদেশে অবৈধ  করাতকল বসিয়ে পাহাড়ি বনের গাছ চিরানোর দায়ে পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে তিন করাতকল মালিককে অর্থদন্ড ও একটি করাতকল সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) লংগদু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহামুদ উপজেলার বাইট্টাপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করেন।

উপজেলা সদরের অদূরে আলতাফ মার্কেট এলাকার মামুন মিয়ার, ইসলামাবাদ এলাকার কালাম মিয়া এবং আঠারকছড়া ইউনিয়নে তিন ব্রিজ বটতলার রফিক হোসেনের করাতকলে বৈধ কাগজপত্র না থাকায় করাতকল বিধিমালা-২০১২ এর ৩ ধারার অপরাধে ১২ ধারায় একজনকে দশ হাজার টাকা এক জনকে পাঁচ হাজার টাকা এবং একজনকে চার হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। এছাড়া ডাঙ্গাবাজার এলাকার শহর আলীর করাতকলে কাউকে না পেয়ে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

এ সময় সবাইকে লাইসেন্স করার জন্য এক মাসের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে লাইসেন্স না করলে আবারো অভিযান পরিচালনা করে করাতকল গুলো বন্ধ করে দেওয়া হবে বলে নির্দেশ দেয়া হয়।

এ বিষয়ে বন বিভাগের উল্টাছড়ি রেঞ্জ কর্মকর্তা এসএম মাহাবুব উল আলম বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছি করাতকল গুলো যাতে লাইসেন্সের আবেদন করে। কিন্তু বেশিরভাগ করাতকলের মালিক কোনো ধরণের অনুমতি ছাড়াই অবৈধভাবে করাতকল পরিচালনা করে আসছে। যা বন বিভাগের আইনের পরিপন্থী।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহামুদ বলেন, ‘লংগদুতে অবৈধভাবে গড়ে ওঠা করাতকলের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এরই ধারাবাহিকতায় আজ অভিযানে তিনটি করাতকলকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

(আরএম/এসপি/অক্টোবর ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test