E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুন্দরবন পরিদর্শনে ২১ দেশের উচ্চপদস্থ ৭৫ সেনা কর্মকর্তা

২০২৪ অক্টোবর ০৩ ১৯:০২:২৩
সুন্দরবন পরিদর্শনে ২১ দেশের উচ্চপদস্থ ৭৫ সেনা কর্মকর্তা

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটক কেন্দ্র পরিদর্শন করেছেন ২১টি দেশের সেনাবাহিনীর ৭৫ উচ্চপদস্থ কর্মকর্তা। পাকিস্তান, মালয়শিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকা, কুয়েত, কাতার, নেপালসহ ২১টি দেশের সেনাবাহিনীর উচ্চপদস্থ ৭৫ কর্মকর্তা ও কয়েকজন সেনা কর্মকর্তা সাথে তাদের পরিবারের সদস্যসহ ৮৫ জন বিদেশি বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটক কেন্দ্র ঘুরে দেখেন। সুন্দরবন বিভাগ এতথ্য নিশ্চিত করেছে।

করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটক কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার মো. আজাদ কবির জানান, বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে পাকিস্তান, মালয়শিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকা, কুয়েত, কাতার, নেপালসহ ২১টি দেশের সেনাবাহিনীর উচ্চপদস্থ ৭৫ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যসহ ৮৫জন বিদেশি নাগরিক সুন্দরবনে আসেন।

গতকাল বুধবার বিকালে তারা করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটক কেন্দ্র পরিদর্শন করেন। এসব সেনা কর্মকর্তারা সুন্দরবনের বন্যপ্রাণী ও পর্যটকদের নিরাপত্তার সার্বিক বিষয় অবহিত হন। সন্ধ্যায় তারা সুন্দরবনের করমজল ত্যাগ করেন।

(এস/এসপি/অক্টোবর ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test