E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ট্রেনের রুট বহালের দাবিতে ঈশ্বরদীতে বিক্ষোভ মানববন্ধন

২০২৪ অক্টোবর ০৩ ১৮:৪৮:০৭
ট্রেনের রুট বহালের দাবিতে ঈশ্বরদীতে বিক্ষোভ মানববন্ধন

ঈশ্বরদী প্রতিনিধি : চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট বহাল এবং বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের পূর্ববর্তী রুট পুনর্বহালের দাবিতে ঈশ্বরদীতে সর্বস্তরের জনতার অংশগ্রহনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে ঈশ্বরদী জংশন স্টেশনে ঢাকা থেকে ঈশ্বরদী হয়ে খুলনগামী ‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেনের রুট পরিবর্তনের প্রতিবাদে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঈশ্বরদীর আপামর ছাত্র-জনতার ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ ও মানববন্ধনে সচেতন নাগরিক সমাজ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, বাজারের ব্যবসায়ীসহ সর্বস্তরের জনতা অংশগ্রহন করেন।

আপামর ছাত্র-জনতার আহব্বায়ক মাসুম পারভেজ কল্লোলের সমন্নয়ে ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভ ও মানববন্ধনে ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, পৌরসভার সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি, বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মাহমুদুর রহমান জুয়েল, বিএনপি নেতা ইসলাম হোসেন জুয়েল, বৈষম্যবিরোধী আন্দোলনের সাধারণ ছাত্র প্রতিনিধি মহিম মেহেরাব, সাজিদুর জামান দিহানসহ উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা ঈশ্বরদী হয়ে ঢাকা-খুলনা-ঢাকা রুটে চলাচলরত চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন না করার দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা। এছাড়াও পূর্বের মতো বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী হয়ে চলাচলের দাবি জানানো হয়।

এসময় ঈশ্বরদী জংশন স্টেশনে দাঁড়িয়ে থাকা খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন থামিয়ে রাখায় চলাচল সাময়িক বন্ধ থাকে। এতে জনদুর্ভোগের সৃষ্টি হয়। তবে মানববন্ধনের সমন্নয়ক মাসুম পারভেজ কল্লোল দুর্ভোগের জন্য ট্রেন যাত্রিদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

আন্দোলনকারীরা জানান, চিত্রা এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘদিন ধরে খুলনা থেকে ছেড়ে ঈশ্বরদী হয়ে ঢাকা অভিমূখে আপ ও ডাউন চলাচল করছে। রেলের উর্দ্ধতন কর্তৃপক্ষ রুট পরিবর্তন করে ট্রেনটিকে খুলনা থেকে ছেড়ে পদ্মা সেতু হয়ে ঢাকা অভিমূখে চালানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহন করেছে। এরআগে এই রুটে চলাচলকারী বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনেরও রুট পরিবর্তন করে পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকা অভিমূখে চালানো হচ্ছে। এতে ভেড়ামারা, ঈশ্বরদী, চাটমোহর, উল্লাপাড়া, সিরাজগঞ্জসহ বিভিন্ন এলাকার ট্রেন যাত্রীরা রাজধানী ঢাকা ও খুলনার সাথে রেল যোগাযোগের সুযোগ হারিয়েছে।

এ বিষয়ে পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মন্ডল জানান, চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের বিষয়ে কোন চিঠি বিভাগীয় অফিসে এখনও আসেনি। তবে রুট পরিবর্তনের বিষয়ে ঢাকায় আলোচনা হচ্ছে বলে শুনেছি।

(এসকেকে/এসপি/অক্টোবর ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test