E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কর্মবিরতি

২০২৪ অক্টোবর ০১ ১৮:০২:০৮
ফরিদপুরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কর্মবিরতি

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের উদ্যোগে ‌দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নার্সদের ৩ ঘণ্টার কর্মবিরতি পালিত হয়েছে।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে নন- নার্সিং প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ পূর্বক উক্ত পদগুলোতে নার্সদের পদায়নের ১ দফা দাবিতে ওই কর্মসূচি পালিত হয়।

আজ মঙ্গলবার সকালে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ ফরিদপুর জেলা শাখার আয়োজনে এবং সংগঠনের সাধারণ সম্পাদক পাপিয়া খাতুন এর সভাপতিত্বে, ফরিদপুর জেনারেল হাসপাতাল হতে ফরিদপুর প্রেসক্লাব পর্যন্ত এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক খোদেজা বেগম, ফরিদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স দয়া রানী ঠাকুর, ফিরোজা বেগম, চন্দনা রানী চৌধুরীসহ ‌ ফরিদপুর সদর হাসপাতালের নার্সিং কর্মকর্তাবৃন্দ ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এসময় তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক, প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ গুলোতে ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে নার্সিং পেশার সাথে যারা জড়িত তাদের নিয়োগ দেওয়ার আহ্বান জানান।

তারা বলেন, এভাবে নন- নার্সিং ক্যাডার কর্মকর্তাদের নিয়োগ দিলে একদিকে যেমন প্রকৃত নার্সিং পেশার লোকজন বৈষম্যের শিকার ও বঞ্চিত হন, অন্যদিকে তাদের মধ্যে একটা প্রশাসনিক দ্বন্দ্ব কাজ করে। যার ফলে সেবা দেয়ার ক্ষেত্রে এক ধরনের সমন্বয়হীনতা কাজ করে। তাই এই সমস্যা দূরীকরণের জন্য উক্ত পদগুলোতে নার্সদের নিয়োগ দেয়ার একদফা দাবি করেন তারা। তাদের এই দাবি না মানলে ভবিষ্যতে কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে বলে ওই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে ঘোষণা দেন ফরিদপুরের নার্সিং ও মিডওয়াইফারি নেতৃবৃন্দ।

(আরআর/এসপি/অক্টোবর ০১, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test