E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জেলা সমন্বয় সভার তথ্য

ফরিদপুরে গ্রাম আদালতে মামলা নিষ্পত্তির হার ৯৮ শতাংশ

২০২৪ সেপ্টেম্বর ৩০ ২০:০০:২৫
ফরিদপুরে গ্রাম আদালতে মামলা নিষ্পত্তির হার ৯৮ শতাংশ

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জন সচেতনতা তৈরিতে প্রচার- প্রচারণা কার্যক্রম পরিচালনায়, স্থানীয় অংশীজনদের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকালে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভাটি অনুষ্ঠিত হয়।

ফরিদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে ওই সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ফরিদপুর ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. শরিফুল ইসলাম।

ফরিদপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়) স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এই সমন্বয় সভার আয়োজন করে।

সভায় জানানো হয়, চলতি বছরের ফেব্রয়ারি হতে আগষ্ট পর্যন্ত গ্রাম আদালতে ফরিদপুর জেলায় মামলা সর্বমোট ৮১৯টি মামলা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৮০৪টি। এছাড়া, উচ্চ আদালতে ফরিদপুরের গ্রাম আদালতের সর্বমোট মোট ১৮৬ টি মামলা নিষ্পত্তি'র অপেক্ষায় আছে। তাছাড়া, ফরিদপুরে এখন পর্যন্ত নিষ্পত্তি মামলাগুলোর ক্ষতিপূরণ আদায় হয়েছে ৫৯ লক্ষ ৭৫ হাজার টাকা এবং ফরিদপুরে গ্রাম আদালতে মামলার নিষ্পত্তির হার ৯৮ শতাংশ বলে জানানো হয়।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test