E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দুর্গা পূজা উপলক্ষে আরামবাড়ীয়ার মন্দিরে-মন্দিরে মতবিনিময় 

২০২৪ সেপ্টেম্বর ২৯ ১৯:২৯:৩৩
দুর্গা পূজা উপলক্ষে আরামবাড়ীয়ার মন্দিরে-মন্দিরে মতবিনিময় 

স্টাফ রিপোর্টার : সনাতন ধর্মাবলম্বী বাঙালিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বরাবরের মতো এবারও পূজায় নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসানের নের্তৃত্বে উপজেলার মন্দিরে-মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। 

এরই ধারবাহিকতায় আজ রবিবার বিকালে ঈশ্বরদীর আরামবাড়ীয়া পূর্বপাড়া শিব মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন মেহেদী হাসান।এছাড়া আরো তিনটি মন্দির কমিটির সাথে মতবিনিময় করেন তিনি।

এসময় মন্দিরের নিরাপত্তায় সকলের সহযোগিতা কামনা করে মেহেদী হাসান বলেন, আমার বড় ভাই পৌর বিএনপির সভাপতি জাকারিয়া পিন্টুর নির্দেশে উপজেলার মন্দিরে-মন্দিরে মতবিনিময় করছি। পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের তৎপরতার পাশাপাশি আমরাও তৎপর রয়েছি। মন্দিরে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন খবর পেলে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা নিব।

স্থানীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের হিন্দু ভাইয়েরা যেন সুষ্ঠু ভাবে পূজা করতে পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। কোন ঝামেলে সৃষ্টি হলে আপনারা দলবদ্ধভাবে মন্দিরে প্রবেশ করবেন না। দুই-একজন মিলে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। না হলে আমাকে জানাবেন।

পূজায় বিশেষ নিরাপত্তার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মেহেদী বলেন, দুর্গা পূজায় যেন কোন ঝামেলা না হয় সেজন্য আমরা একটি হোটসঅ্যাপ গ্রুপ খুলেছি। কোন সমস্যা হলে সেখানে ছবি তুলে দিবেন কিংবা ম্যাসেজ দিবেন।

এসময় মন্দির কমিটির সভাপতি সঞ্জয় সরকার, সম্পাদক জগন্নাথ সরকার, সদস্য অমল সরকার, সদস্য সুকুমার সরকার, অবসরপ্রাপ্ত শিক্ষক নাথুরাম কুন্ডু প্রমূখ উপস্থিত ছিলেন।

এছাড়া ঈশ্বরদী উপজেলা ও সাঁড়া ইউনিয়ন যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(এসপি/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test