E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাণীশংকৈলে সনার্তন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের সম্প্রীতি সমাবেশ 

২০২৪ সেপ্টেম্বর ২৮ ১৯:২৪:৪২
রাণীশংকৈলে সনার্তন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের সম্প্রীতি সমাবেশ 

আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জামায়াত ইসলামীর আয়োজনে সনার্তন ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ শনিবার বিকাল ৫ টায় পৌরশহরের শান্তা কমিনিউটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা উপাধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা জামায়াত ইসলামীর নায়েবি আমীর সহ অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবি আমীর মিজানুর রহমান মাস্টার।

হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণ গোবিন্দ সাহা বাচ্চু, সহ-সভাপতি অনিল চন্দ্র রায় ও গপেন চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অনুপ বসাক, হিন্দু নেতা সাবেক ইউপি চেয়ারম্যান অমল চন্দ্র রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ছবি কান্ত দেব, সাধারণ সম্পাদক সাধন বসাক,অধ্যক্ষ মহাদেব বসাক, অধ্যাপক প্রশান্ত বসাক, পূজা উদযাপন কমিটির সহ সভাপতি খোকন সরকার প্রমুখ।

সম্প্রীতি সমাবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা যেন ভালোভাবে উদযাপিত হয় সে ব্যাপারে উপজেলা জামায়াতে ইসলামী প্রতিটি পূজা মন্ডপে সার্বক্ষণিক পাহারা দেওয়ার কথা বলেন, সেইসাথে পূজা উদযাপনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

সমাবেশে হিন্দু ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দ প্রতিবারের মতো এবারও শারদীয় দুর্গাপূজা জমকভাবে পালিত হবে বলে মতামত প্রকাশ করেন। অনুষ্ঠানে উপজেলার ৫৪ টি পূজা মন্ডপের সভাপতি সম্পাদকসহ প্রায় দুই শতাধিক হিন্দু ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়েত ইসলামীর সেক্রেটারী রজব আলী।

(এআই/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test