E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দুর্গা পূজা উপলক্ষে ঈশ্বরদীতে মন্দির-মন্ডপে মতবিনিময়

২০২৪ সেপ্টেম্বর ২৮ ১৭:৪৬:৩৪
দুর্গা পূজা উপলক্ষে ঈশ্বরদীতে মন্দির-মন্ডপে মতবিনিময়

ঈশ্বরদী প্রতিনিধি : বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বরাবরের মতো এবারও পূজায় নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসানের নের্তৃত্বে উপজেলার মন্দির-মন্ডপে মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।

এরই ধারবাহিকতায় আজ শনিবার ঈশ্বরদীর কেন্দ্রীয় মৌবাড়ি দূর্গা মন্দিরে মতবিনিময় অনুষ্ঠানে মেহেদী হাসান মন্দিরের নিরাপত্তায় সকলের সহযোগিতা কামনা করে বলেন, আমার বড় ভাই পৌর বিএনপি’র সভাপতি জাকারিয়া পিন্টু’র নির্দেশে উপজেলার ৩২টি পূজা মন্ডপে মতবিনিময় করছি। পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের তৎপরতার পাশাপাশি আমরাও তৎপর রয়েছি। মন্দিরে অপ্রীতিকর ঘটনা ঘটলে বা ঘটতে পারে এমন খবর পেলে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা নিব। একজন মুসলমান হিসেবে আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে। আমাদের ধর্মে কোথাও বলা নেই, অন্যের ধর্ম অনুষ্ঠানে বাধা দিতে হবে বা পেশী শক্তি ব্যবহার করতে হবে। গ্যঞ্জাম বা অন্য ধর্ম নিয়ে কটুক্তি করা এগুলোও ইসলাম ধর্মে নেই। কোন অপশক্তি যেন পূজায় বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সেজন্য দায়িত্বের জায়গা থেকে আমাদের বসে থাকার সুযোগ নেই। সঞ্চালনা করেন গোবিন্দ চৌধুরী ও মিলন রবিদাস।

অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, সমর কর্মকার, রাজেশ কুমার সরাফ, প্রবীর বিশ্বাস, দেবদুলাল রায়, সুবাস চন্দ্র পাল, বিমল চৌধুরী, মাধব চন্দ্র পাল, কার্তিক কুন্ডু, সুমন সাহা প্রমূখসহ স্থানীয় নের্তৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test