E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১

২০২৪ সেপ্টেম্বর ২৭ ১৮:০৭:৩১
পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশকালে দসরথ সরকার (৪০) নামে এক বাংলাদেশিকে আটক করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

গতকাল বৃহস্পতিবার রাতে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড বিওপির সদস্যরা তাকে আটক করে।

আটককৃত শ্রী দসরথ সরকার মাদারীপুর জেলার ডাসার থানার পূর্ব নবগ্রামের মৃত কালিপদ সরকারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে:কর্নেল এস এম বদরুদ্দোজা।

তিনি জানান, ‘বৃষ্টি উপেক্ষা করে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধীনস্থ পঞ্চগড়ের শিংরোড বিওপির টহল দল সীমান্তে দায়িত্ব পালন করছিল। রাত ৮টা ৪০ মিনিটে সীমান্তের শূন্য রেখা থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খালপাড়া নামক স্থান দিয়ে কয়েকজন অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় টহল দল অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিক দসরথ সরকারকে আটক করে। পরে তাকে শিংরোড বিওপির মাধ্যমে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’

গ্রেফতার দাসরথ সরকার পঞ্চগড় শিংরোড বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শেখ আমিরুল ইসলামকে বলেছেন, তারা কয়েক মিলে সেচ্ছায় ভারতে থাকা তার ফুপু শ্বাশুড়ির বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার বলেন, পঞ্চগড় সদর থানায় একটি মামলা হয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তি কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test