E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাটে বিশ্ব পর্যাটন দিবসের র‌্যালী আলোচনা সভা 

২০২৪ সেপ্টেম্বর ২৭ ১৭:৫২:০৪
বাগেরহাটে বিশ্ব পর্যাটন দিবসের র‌্যালী আলোচনা সভা 

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে বিশ্ব পর্যাটন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা করেছে জেলা প্রশাসন। 

আজ শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে বিশ্ব পর্যাটন দিবস উপলক্ষে একটি র‌্যালী শুরু হয়ে জজকোর্ট এলাকায় গিয়ে শেষ। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের নেতৃত্বে র‌্যালী ও আলোচনা সভায় সুন্দরবন বিভাগ, পর্যটনের ট্যুর অপারেটর, হোটেল মোটেল ব্যাবসায়ি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, গণমাধ্যম কর্মী, পর্যাটন করপোরেশন, প্রত্নতত্ববিভাগ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।

আলোচনা সভায় পর্যাটন সম্ভবনার জেলা বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, ষাটগুম্বজ মসজিদ, যাদুঘর, হযরত খানজাহানের (রহ:) মাজারসহ পর্যাটন শিল্পকে আরো টেকসই করা যায় সেই প্রস্তাবনা তুলে ধরা হয়।

(এস/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test