E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফুলপুরে চালককে মারধর করে অটো ছিনতাই

২০২৪ সেপ্টেম্বর ২৭ ১৭:৩৬:০৬
ফুলপুরে চালককে মারধর করে অটো ছিনতাই

শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে দিন-দুপুরে অটো রিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

জানা যায়, বৃহস্পতিবার বিকালে উপজেলার বালিয়া ইউনিয়নে সুলতানের মোড় সংলগ্ন স্থানে অটো ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

এসময় ছিনতাইকারীরা অটো চালক আশরাফুল ইসলামকে (৩৫) বেধড়ক মারধর করে তার মোবাইল, টাকা-পয়সা ও অটো রিক্সাটি নিয়ে পালিয়ে যায়। পরে আহত অটো চালককে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অটোচালক আশরাফুল ইসলাম হালুয়াঘাট উপজেলার সরচাপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

আহতের পিতা ইদ্রিস আলী (৬৬) বলেন, ছিনতাইকারীরা আমার ছেলের মাথায় প্রচন্ড আঘাত করেছে। যার কারণে অনেক রক্তক্ষরণ হচ্ছে। ছিনতাইকারীরা তার দুটি দাঁত ভেঙ্গে ফেলেছে। সে এখন হাসপাতালের আইসিইউতে আছে। এখনোও তার জ্ঞান ফিরেনি। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

(এসআই/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test