E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভারতে বিশ্বনবীকে নিয়ে কটুক্তি

ফরিদপুরে ইমাম কল্যাণ ফাউন্ডেশনের বিক্ষোভ মিছিল সমাবেশ

২০২৪ সেপ্টেম্বর ২৭ ১৭:৩৩:৫৪
ফরিদপুরে ইমাম কল্যাণ ফাউন্ডেশনের বিক্ষোভ মিছিল সমাবেশ

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে ইমাম কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার জুম্মার নামাজের পর শহরের জনতা ব্যাংকের মোড় হতে এই উপলক্ষে তাদের একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাব এর সামনে এসে দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়।

ভারতে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কে‌ নিয়ে কটুক্তি ও আপত্তিকর বক্তব্যের অভিযোগ তুলে পন্ডিত রামগিরি ও বিজেপির বিধায়ক নিতীশ রানার বিরুদ্ধে উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।

সভায় ফরিদপুর ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের মাওলানা মনসুরুল, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, উপদেষ্টা মাওলানা আবুল হোসাইন, উপদেষ্টা মুফতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মাওলানা আমজাদ হোসেন, অর্থ সম্পাদক মাওলানা কবির আহমেদ প্রমূখ। এসময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অপরাধে ওই ব্যক্তিদের ফাঁসি দাবি করেন।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা) নিয়ে কটুক্তি করা হলে তা সহ্য করা হবে না। বক্তারা ভারত সরকারের কাছে অবিলম্বে ইসলাম অবমাননা কারীদের গ্রেফতার এবং শাস্তি দাবি করেন।

তারা বাংলাদেশের অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা কে উদ্দেশ্য করে বলেন, আমরা বাংলাদেশকে স্বাধীন করে আপনার কাছে দিয়েছি। আপনি অবিলম্বে ভারতীয় হাই কমিশনারকে ডেকে এনে এর প্রতিবাদ জানান। আপনি যদি প্রতিবাদ না জানান তাহলে আমরা এ দেশের জনগণকে সাথে করে ঢাকায় গিয়ে ‌ভারতীয় দূতাবাসের সামনে ‌মার্চ করবো। আমাদের খেয়াল রাখতে হবে বাংলাদেশের ভিতরে তৃতীয় শক্তি যেন কোন ফায়দা ‌হাসিল করতে না পারে'।

সামনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ পূজা ‌দুর্গাপূজা রয়েছে ওই ‌পূজা উপলক্ষে তারা যেন কোনরকম অপ্রীতিকর ঘটনা ‌ না ঘটাতে পারে ‌সেদিকে সবাইকে ‌লক্ষ্য রাখার আহ্বান জানান তারা।

এরপর, ইমাম কল্যাণ ফাউন্ডেশন ফরিদপুর জেলা শাখার সভাপতি কেরামত আলীর দোয়া ও মোনাজাতের মাধ্যমে ওই বিক্ষোভ সমাবেশের সমাপ্তি টানা হয়।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test