E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইল জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন কাজী ইমরান হোসেন 

২০২৪ সেপ্টেম্বর ২৬ ১৮:৩০:৪১
নড়াইল জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন কাজী ইমরান হোসেন 

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ - শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন কাজী ইমরান হোসেন (হিরো)। তিনি উপজেলার ৬১ নং সারোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। এর আগে তিনি লোহাগড়া উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন। 

এছাড়াও নড়াইল সদরের দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো: হাসিবুর রহমান শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, লোহাগড়া উপজেলার টিচর কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মারিয়া খানম শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা, নড়াইল সদরের নাকশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাবিয়া সুলতানা শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও লোহাগড়া উপজেলার যোগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো: কামরুজ্জামান শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। ওইদিন যাচাই-বাছাই হলেও বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ফলাফল ঘোষণা করা হয়েছে।

এবারের যাচাই-বাছাইয়ে লোহাগড়া উপজেলার ৬১ নং সারোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী ইমরান হোসেন (হিরো) নড়াইল জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

জন্মসূত্রে কাজী ইমরান হোসেন (হিরো) নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাজী তরিকুল ইসলামের বড় সন্তান। পৈত্রিক ভিটা বয়রা হলেও বর্তমানে তারা পরিবারসহ বসবাস করেন উপজেলার দিঘলিয়া গ্রামে।

তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকুরীতে প্রথম যোগদান করেন ২০১৪ সালে। তিনি এস.এস.সি ২০০৩ এবং এইচ এস সি: ২০০৫ সফলতার সাথে উত্তীর্ণ হন। এছাড়া ঢাকা কলেজ থেকে সমাজ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স-মাস্টার্স শেষ করেন।

জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় ৬১ নং সারোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রেজাউল ইসলাম জানান, কাজী ইমরান হোসেন (হিরো) আমাদের স্কুলের গর্বিত শিক্ষক। আমরা তার জন্য গর্বিত। তার সাফল্যে সারোল স্কুলের সকল সহকারী শিক্ষকগণ অভিনন্দন জানিয়েছেন।
প্রধান শিক্ষক আরও বলেন, আমরা আশা করছি খুলনা বিভাগের সেরা হয়ে আমাদের আরও একটি আনন্দের সংবাদ এনে দিবেন কাজী ইমরান হোসেন । তার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল।’

কাজী ইমরান হোসেন বলেন, এই কৃতিত্ব শুধু একা আমার একার নয়, এই স্কুলের প্রধান শিক্ষকসহ আমার সকল সহকারী শিক্ষক মণ্ডলীর।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test