E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

'যেই পৌরসভা থেকে কোন নাগরিক সুবিধা পাইনা, সেই পৌরসভার অংশ হতে চাইনা'

২০২৪ সেপ্টেম্বর ২৬ ১৪:৪০:১০
'যেই পৌরসভা থেকে কোন নাগরিক সুবিধা পাইনা, সেই পৌরসভার অংশ হতে চাইনা'

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : 'যে পৌরসভা থেকে কোন নাগরিক সুবিধা পাইনা, ওই পৌরসভার অংশ হতে চাইনা' বলে মন্তব্য করেছেন ফরিদপুর বর্ধিত পৌরসভার দুইটি ওয়ার্ডের (২৬ ও ২৭) বাসিন্দারা। এসময় তারা তাদের ইউনিয়ন পরিষদের অধীনে ফেরত যাওয়ার দাবি জানান।

বৃহস্পতিবার বেলা ১২টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে, ফরিদপুর বর্ধিত পৌরসভা বাতিলের দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে, ফরিদপুর পৌরসভার ২৬ ও ২৭ নং ওয়ার্ডের বাসিন্দারা এমন মন্তব্য করেন।

এর আগে ফরিদপুর শহর তলীর আলিয়াবাদ ইউনিয়ন থেকে একটা বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিছুক্ষণ অবস্থান নেয়। এরপর সেখান থেকে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

'সন্ত্রাসমুক্ত সমাজ চাই, স্বৈরাচার দুর্নীতি বন্ধ হোক, বৈষম্য দূর হোক, বর্ধিত পৌরসভা বাতিল হোক এবং ২৬ ও ২৭ নং পৌরসভা মানি না মানবো না' ইত্যাদি স্লোগান সম্বলিত ব্যানারের ওই মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মো. ইউনুস, আনোয়ার হোসেন, শহীদ শেখ, মোহাম্মদ জাহিদ, আব্দুর রহিম, বাদশা শেখ, ফরিদ উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আমরা আবার ইউনিয়নে ফেরত যেতে চাই, পৌরসভার আওতায় থাকতে চাই না। আমরা কোন নাগরিক সুযোগ সুবিধা এই পৌরসভা থেকে পাইনা'।
তারা জানান, 'আমরা গরীব মানুষ, দিন আনি দিন খাই। পৌরসভার কোন সুযোগ সুবিধাই আমরা পাই না, অথচ মাস শেষে আমাদের সব ধরনের বিল ধরিয়ে দেয়া হয়। যা আমাদের পক্ষে মেটানো অসম্ভব'। বাড়তি বিল, বাড়তি ট্যাক্স আমরা কেনো দিবো, এমন প্রশ্ন রেখে ২৬ এবং ২৭ নং ওয়ার্ডের বাসিন্দারা আবার সাবেক আলিয়াবাদ ইউনিয়নে ফেরত যেতে চান। তারা জানান, 'পৌরসভার কোন প্রকার নাগরিক সুযোগ সুবিধা না পেয়ে পৌরসভার মোটা অংকের ট্যাক্স,বাড়তি বিল আমরা পরিশোধ করতে অক্ষম, তাই আমরা বাধ্য হয়েই মাঠে নেমেছি'। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলেও জানান তারা।

(আরআর/এএস/সেপ্টেম্বর ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test