E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কাপ্তাই ৪১ বিজিবির মতবিনিময় সভা

২০২৪ সেপ্টেম্বর ২৫ ১৯:১৮:৩৬
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কাপ্তাই ৪১ বিজিবির মতবিনিময় সভা

রিপন মারমা, রাঙ্গামাটি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি কাপ্তাই ৪১ বিজিবি ও কাপ্তাই সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া বলেন, শারদীয় দূর্গা উৎসব যাতে সুষ্ঠু ভাবে সম্পাদন হয়, সেই জন্য বিজিবির পক্ষ হতে সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে। কাপ্তাই একটি অসাম্প্রদায়িক এলাকা। এখানে সব ধর্মের মানুষ সাম্প্রদায়িকতার উর্ধ্বে থেকে এক সাথে বসবাস করে আসছে। তাই আমরা আশা করছি একটি উৎসব মুখর পরিবেশে এবার পুজা উদযাপন করা হবে।

তিনি বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় ওয়াগ্গাছড়া বিজিবি সদর দপ্তরে কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদ এবং উপজেলার ৮ টি পুজা মন্দিরের প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।

এসময় উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য, উপদেষ্টা সমলেন্দু বিকাশ দাশ, সহ সভাপতি প্রীতিষ চন্দ্র দে( কাজল) ও তুষার চৌধুরী, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস বাবলু, সাংস্কৃতিক সম্পাদক ঝুলন দত্ত, শিলছড়ি ভক্তিবেদান্ত ছাত্রাবাস ও উপসনালয়ের প্রজেক্ট লিডার রুপেশ্বর নিতাই দাশ, কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিচালনা কমিটির কার্যক্ররি সভাপতি সজল রায়, সাধারণ সম্পাদক তপন কুমার মল্লিক, মিশন এলাকা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির সভাপতি রিপন কান্তি গুহ, মিশন এলাকা সিদ্ধেশ্বরী কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুধীর ধর , মিশন এলাকা শ্রী শ্রী গৌর নিতাই নাম হট্র সংঘের সভাপতি পালক মাধব দাশ, লগগেইট জয়কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রশান্ত ধর, রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব সেন লাতু সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী সাজু, ওয়াগ্গা শ্রী শ্রী সার্বজনীন লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি অমল কান্তি দে, কাপ্তাই মা সীতা দেবী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডা: রতন বিশ্বাস, শিলছড়ি শ্রী শ্রী শিলছড়ি দুর্গা মন্দির পরিচালনা কমিটির দপ্তর সম্পাদক অরুণ কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক সঞ্চয় চৌধুরী, ব্রিকফিল্ড সার্বজনীন মাতৃ মন্দির পরিচালনা কমিটির সভাপতি জনার্দন দাশ, সহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধি এবং বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test