E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কানাইপুর বাজারের যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে ঐক্যমত এলাকাবাসীর

২০২৪ সেপ্টেম্বর ২৩ ১৮:২৮:৫৪
কানাইপুর বাজারের যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে ঐক্যমত এলাকাবাসীর

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর সদরের কানাইপুর বাজারের যানজট নিরসন, বাজার দখলমুক্ত করা ও যানবাহনের শৃঙ্খলা ফেরাতে ঐক্যমতে পোষণ করেছেন স্থানীয় এলাকাবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করা হয়েছে। সভায় উপস্থিত বক্তারা জনভোগান্তি নিরসনের উপায় খুঁজতে খোলামেলা আলোচনা করেন এবং তা সমাধানে কাজ করতে ঐক্যমত পোষণ করেন।

গতকাল রবিবার সন্ধ্যা ৭ টার দিকে কানাইপুর ভ্যানস্টান্ডে এই আলোচনা সভার আয়োজন করা হয়। থ্রি হুইলার যানবাহনের চালকবৃন্দ, সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, কানাইপুর বাজার কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় ছাত্র-জনতা, স্থানীয় হাইওয়ে থানার পুলিশ কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।

কানাইপুর ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি মো. মোতালেব শেখের সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই সভায় প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইপুর ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রফেসর মো. ইউসুফ মোল্লা, করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী, কানাইপুর বাজার বনিক সমিতি'র সভাপতি লিয়াকত মাতুব্বর, সাধারণ সম্পাদক তুষার খান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কানাইপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড জনপ্রতিনিধি আলম মেম্বার।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ছাত্রসমাজ, স্থানীয় থ্রি হুইলার যানবাহনের চালকগণ, থ্রি হুইলার মালিক সমিতির প্রতিনিধি ও সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় ছাত্র সমাজ থ্রি হুইলার যানবাহনের রাত ও দিনের ভাড়ার বৈষম্য ও যত্রতত্র নির্বিকার পার্কিং সমস্যা তুলে ধরে তা নিরসনের তাগিদ দেন। থ্রি হুইলার যানবাহনের মালিকগণ রাস্তায় হয়রানি ও চাঁদাবাজি বন্ধের দাবি জানান। বাজার বনিক সমিতির নেতৃবৃন্দ বাজারের ভিতরের রাস্তা দখলমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে তাগিদ দেন, এছাড়া বাজার পরিস্কার রাখতে কিছু পদক্ষেপের কথা তুলে ধরেন। সবায় প্রায় সবাই হাটের দিনে যানবাহনের শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশের কাছে দুইজন পুলিশ দিতে অনুরোধ জানান।

সভার সভাপতি বিএনপি নেতা মোতালেব শেখ ওরফে মোতালেব মেম্বার জানান, কানাইপুর বাজারে ঢুকতে আরেকটি বাইপাস সড়ক তৈরী করতে যদি তার মার্কেটের দোকান ভাঙতে হয়, সেটিও তিনি করতে প্রস্তুত আছেন। এছাড়া তিনি ভ্যান-অটো'র চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ গ্রহণের পাশাপাশি রাজনৈতিক সহিংসতা এড়িয়ে সবাইকে মিলেমিশে থাকার আহ্বান জানান।

সভায় কানাইপুর ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রফেসর মো. ইউসুফ মোল্লা বক্তাদের সামগ্রিক বক্তব্যের বিবেচনায় কমিউনিটি পুলিশিং এর কমিটি গঠন ও সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সামাজিক সচেতনতা ও ব্যক্তি পর্যায়ে দায়িত্বশীল মনোভাবের পরিচয় দিতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

করিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী কানাইপুর বাজারের সাপ্তাহিক দুই হাটবারে (শুক্রবার ও মঙ্গলবার) দু'জন করে পুলিশ দেওয়া হবে বলে ঘোষণা দেন। তার উর্ধতন কর্মকর্তা গত কমিউনিটি মিটিং এসে জনগণের দাবির মুখে এই সম্পর্কে অনুমতি দিয়ে গিয়েছেন বলেও জানান তিনি। এসময় পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন চৌধুরী স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে পুলিশের সাথে কিছু গ্রাম পুলিশ সদস্য ও ছাত্র সমাজের পক্ষ থেকে কয়েকজন সদস্য দিতে অনুরোধ করেন। এছাড়া, থ্রি হুইলার স্ট্যান্ড হাইওয়েতে না রাখা ও কমিউনিটি পুলিশিং কমিটি দ্রুত গঠনের বিষয়ে আলোচনা করেন ওসি সালাউদ্দিন।

প্রধান অথিতির সমাপনি বক্তব্যে কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হোসেন জানান, 'আমি বাজারের ম্যাপও আজ সাথে নিয়ে এসেছি। আপনাদের আলোচনা ও দাবিগুলো সব মনোযোগ সহকারে শুনেছি ও খাতায় নোট করে রেখেছি। এসব সমস্যা সবাইকে সাথে নিয়ে সমাধানের জন্য দ্রুতই কাজ শুরু করবো। তিনি আরো জানান, সবার আন্তরিক ইচ্ছা ও সহযোগিতা থাকলে আমরা কানাইপুর বাজারকে একটি সুন্দর ও সুশৃঙ্খল বাজারে পরিনত করতে পারবো, ইনশাআল্লাহ।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৪ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test