E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত ৩ জনের বাড়িতে গেলেন জেলা প্রশাসক

২০২৪ সেপ্টেম্বর ২৩ ১৮:১৫:০০
মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত ৩ জনের বাড়িতে গেলেন জেলা প্রশাসক

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত তিনজনের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার। এসময় জেলা প্রশাসকের সাথে প্রশাসনের কর্মকর্তরাও ছিলেন। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নিহত তিনজনের বাড়িতে জেলা প্রশাসক গেলে নিহতের পরিবাররা আবেগে কান্নায় ভেঙ্গে পড়েন।

জানা যায়, মাদারীপুরের জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার প্রথমে শহরের দরগা শরীফ এলাকায় নিহত দীপ্ত দে’র বাড়িতে যান। পরে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা এলাকার নিহত রোমান বেপারী বাড়িতে যান। সর্বশেষ একই উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সুইচারভাঙ্গা গ্রামের তাওহীদ সন্ন্যামাতের বাড়িতে যান।

এ সময় নিহতের পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন। নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর আশ^াস দেন প্রশাসনের কর্মকর্তারা। এছাড়াও এই ঘটনায় দোষিদের বিচার নিশ্চিত করতে পরিবারকে সব ধরণের সহযোগিতার কথা জানানো হয়।

উল্লেখ্য, গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের ধাওয়ায় শহরের শকুনি লেকের পানিতে ডুবে মারা যান মাদারীপুর সরকারি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী দীপ্ত দে।

১৯ জুলাই মাদারীপুর সদর উপজেলার খাগদী এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে গুলিবিদ্ধ হয়ে মারা যান মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সুইচারভাঙ্গা গ্রামের তাওহীদ সন্ন্যামাত ও একই উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা এলাকার রোমান বেপারী।

(এএসএ/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test