E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাগুরায় সংখ্যালঘু প্রতিবন্ধীর বাড়িতে চুরি

২০২৪ সেপ্টেম্বর ২৩ ১৭:২৬:৪৯
মাগুরায় সংখ্যালঘু প্রতিবন্ধীর বাড়িতে চুরি

মাহমুদ ফজল, মাগুরা : মাগুরায় এক সংখ্যালঘু প্রতিবন্ধী শিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার সকালে মাগুরা নতুন বাজার ছানার বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

মাগুরা সদরের আঠারো খাদা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষিকা প্রতিবন্ধী স্নিগ্ধা সাহা জানান, তিনি বিকাল চারটার দিকে স্কুল থেকে ফিরে এসে দেখতে পান কে বা কারা তার বাড়ির দরজা ভেঙে ঢুকে তার ঘর থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। একই সাথে ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে রেখে গেছে।

স্নিগ্ধা সাহা আরো জানান, তার ঘরে সোনা রুপা, নগদ টাকা মূল্যবান পোশাক সামগ্রী সবকিছুই দুর্বৃত্তরা নিয়ে যায়। এমনকি তার শিক্ষা জীবনের সমস্ত সনদপত্র তারা নিয়ে গেছে।

স্নিগ্ধা সাহার বাবা স্বপন সাহা জানান, তার দুটি মেয়ে। ছোট মেয়ে শ্বশুরবাড়িতে থাকেন। বড় মেয়ে প্রতিবন্ধী। সে সরকারি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে। সকালে একটি কাজে তিনি যশোরে যান। বিকেলে মেয়ের ফোন পেয়ে সাথে সাথেই ফিরে আসেন।

তিনি বলেন, পাঁচই আগস্ট ঘটনার দিন থেকে আমি পরিবার নিয়ে আতঙ্কের মধ্যে আছি। ৬ই আগস্ট আমাকে একটি মহল হুমকি প্রদান করায় আমি এ পর্যন্ত নির্ঘুম রাত পার করছি। আজকের এই ঘটনায় আমার সবকিছুই প্রায় নিয়ে গেছে এরা।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার পেছনে কারা আছে তা খতিয়ে দেখব।

(এমএফ/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test