E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মাদারীপুরে হামলা চালিয়ে ৩০ বাড়িঘর ভাঙচুর-লুটপাট-আগুন, আহত ৫

২০২৪ সেপ্টেম্বর ২২ ১৮:৫৬:৫৬
মাদারীপুরে হামলা চালিয়ে ৩০ বাড়িঘর ভাঙচুর-লুটপাট-আগুন, আহত ৫

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে পূর্ব শত্রুতার জের ধরে হামলা চালিয়ে ৩০টি ঘরবাড়ি ভাঙচুর-লুটপাট ও অগ্নি সংযোগ করা হয়েছে। এই ঘটনায় ৫ জন আহত হয়েছেন।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের চর ব্রাক্ষ্মন্দী গ্রামে এই ঘটনা ঘটেছে।

পুলিশ, ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের চর ব্রাক্ষ্মন্দী গ্রামের বিএনপিকর্মী কাওসার সরদারের সাথে একই গ্রামের আওয়ামী লীগকর্মী তৈয়ব হাওলাদারের সাথে স্থানীয়ভাবে বিরোধ চলে আসছিলো। এরই জেরে সকালে তৈয়ব হাওলাদারের নেতৃত্বে কাওসার সরদারের বসতঘরসহ তিনটি বসতঘরে আগুন ধরিয়ে দেয়া হয়। এ সময় ২০টি বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। বাঁধা দিতে গেলে হামলায় ৫ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত কাওসার সরদার বলেন, আমার ঘরসহ আরো বেশ কয়েকটি ঘরবাড়িতে হামলা-ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আমি অপরাধীদের শাস্তির দাবী জানাই।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, হামলা ও আগুন দেয়ার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এএসএ/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২৪)

পাঠকের মতামত:

১১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test