E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

২০২৪ সেপ্টেম্বর ২২ ১৫:২৫:৫৪
ফরিদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের নগরকান্দায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিতাস শেখ (১৮), উৎস মোল্লা (১৭) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। তারা দুজন কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমন শেষ করে বাড়িতে ফিরছিলেন।

রবিবার সকাল ৯ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নড়াইলের দিকে যাওয়ার পথে নগরকান্দা উপজেলার কান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত তিতাস শেখ নড়াইলের কালিয়া উপজেলার ফুলদার গ্রামের রবিউল শেখের ছেলে ও উৎস মোল্লা একই উপজেলার বজুমামপুর গ্রামের সাবু মোল্লার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, 'উৎস মোল্লা তার পিতার একমাত্র ছেলে। উৎস তার বন্ধু তিতাস শেখকে নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ শেষে নিজ বাড়ি ফেরার পথে নগরকান্দার কান্দি এলাকায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে গেলে দুইজনেই ঘটনাস্থলে নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এম এ নোমান জানান, 'তারা দুই বন্ধু কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমন শেষ করে বাড়িতে ফেরার সময় পথিমধ্যে নগরকান্দার কান্দি নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(আরআর/এএস/সেপ্টেম্বর ২২, ২০২৪)

পাঠকের মতামত:

১১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test