E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

পাংশায় এসএসসি’র সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

২০২৪ সেপ্টেম্বর ২২ ১৫:২৪:১৫
পাংশায় এসএসসি’র সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী পাংশায় এসএসসি-২০২৫ এর সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা।

রবিবার সকাল সাড়ে ১০টায় পৌর শহরের টেম্পুস্ট্যান্ড এলাকা থেকে এ আন্দোলন শুরু হয়। আন্দোলনে পৌর শহরের সরকারি পাংশা জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়, কাজী আব্দুল মাজেদ একাডেমি, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ ও পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এসময় শিক্ষার্থীরা জানায়, দেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী অনেক শিক্ষার্থী তাদের পড়াশোনা নিয়মিত ভাবে করতে পারেনি। কোটা আন্দোলন ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় জনসামাজিক, পারিবারিক, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ। দেশের চলমান এ অবস্থায় দেশের সকল বোর্ডে একই প্রশ্ন এবং সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে পরীক্ষা নেওয়া আমাদের যৌক্তিক দাবি।

তাই আমরা বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টার সুদৃষ্টি কামনা করছি তিনি যেন আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি-২০২৫ এর পরীক্ষা নেয়ার ব্যবস্থা করেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা একটি মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেন।

(একে/এএস/সেপ্টেম্বর ২২, ২০২৪)

পাঠকের মতামত:

০১ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test