E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাটের রাসেল বাহিনীর অত্যাচার থেকে বাঁচতে সংবাদ সম্মেলন

২০২৪ সেপ্টেম্বর ২১ ১৯:২০:১৪
বাগেরহাটের রাসেল বাহিনীর অত্যাচার থেকে বাঁচতে সংবাদ সম্মেলন

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের কচুয়া উপজেলার আলীপুরের হত্যা মামালার আসামী রাসেল বাহিনীর অত্যাচারের হাত থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

আজ শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কচুয়া উপজেলার আলীপুর গ্রামের মৃত মো. মোজাহের মোল্লার ছেলে মো. রফিকুল মোল্লা বলেন, আওয়ামী লীগ কর্মী রাসেল বাহিনী গত ৬ আগস্ট থেকে এলাকার প্রতিবন্ধি রফিকুলসহ একাধিক বাড়ী ভাংচুর, গবাদি পশু, ঘের লুট, চাঁদাবাজি ও সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর হামলা চালায়। রাসেল শেখ, তুহিন শেখ, ইসমাইল শেখ, লোকছার শেখ, কামরুল শেখ, মিজান শেখ, তৌহিদ শেখ গং আমার বাবার হত্যা মামলার স্বাক্ষীদের বাড়িতে হামলা চালিয়ে গরু, ছাগল, হাঁস-মুরগি, ঘেরের মাছ, ৪টি গাড়ীসহ ফ্রিজ ও ঘরের আসবাবপত্র লুটে নেয়। আলিপুর গ্রামের পুলিশ কর্মকর্তা মো. শহিদুল ইসলামের পরিবারও এই বাহিনী অত্যাচার থেকে রেহাই পায়নি। এই বাহিনীর অত্যাচারে আমার পরিবারসহ প্রায় অর্ধশতাধিক পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছি।

সংবাদ সম্মেলনে রফিকুল মোল্লা তার পিতার হত্যাকাণ্ডের সাথে জড়িত এসব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।

এ ব্যাপারে অভিযুক্ত রাসেল শেখ জানান, আমাদের এলাকায় ৫ আগস্টের পরে কোনো লুটপাট, ঘের দখল হয় নাইক। দুই একটা দোকান ভাংচুর হয়েছে এ ছাড়া আমার আর কিছু জানা নেই। আমার নামে মিথ্যা প্রচারণা ছড়ানো হচ্ছে।

(এস/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test