E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভৈরবে দেনার চাপে গৃহবধূর আত্মহত্যা

২০২৪ সেপ্টেম্বর ২১ ১৮:০৯:১৫
ভৈরবে দেনার চাপে গৃহবধূর আত্মহত্যা

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে দেনার চাপে ইঁদুরের বিষপানে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। 

আজ শনিবার উপজেলার শ্রীনগর ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এতথ্য নিশ্চিত করেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ।

নিহত নারী শ্রীনগর পশ্চিম পাড়ার কালু মিয়ার বাড়ির মোস্তাক আহমেদ উরফে মস্তান মিয়ার স্ত্রী নাসিমা বেগম (৪২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত নাসিমা দেনাগ্রস্থ ছিলেন। তার পরিবারের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামী মোস্তাক দীর্ঘদিন যাবত অসুস্থ। ছেলে মাদকাসক্ত। পরিবারের চাপে বিভিন্ন সময় বিভিন্ন এনজিও ও পরিচিতদের কাছ থেকে ঋণ করে টাকা আনতেন। অধিক টাকার দেনাগ্রস্থ হয়ে দিশেহারা নাসিমা ২১ সেপ্টেম্বর রাতে ইঁদুরের বিষ খেয়ে ফেলেন। পরিবার ও স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবণতি দেখে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করেন। সেখানে নেয়ার পথিমধ্যে নাসিমা মৃত্যু বরণ করেন। আজ ২১ সেপ্টেম্বর সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে শ্রীনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য জামাল মিয়া বলেন, দেনার দায়ে বিষপান করেছে নাসিমা। পাওনাদানরা তাকে দেনা পরিশোধ করতে প্রয়োজনে ভিটেবাড়ি বিক্রির জন্য বল প্রয়োগ করতেন। ঋণের চাপ সহ্য করতে না পেরে শনিবার মধ্যরাতে আত্মহত্যা করার জন্য বিষপান করে।

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হাসমত উল্লাহ বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে নিহত গৃহবধূ বিষ জাতীয় কিছু খেয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

(এসএস/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test