E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

হাজীগঞ্জ রণক্ষেত্র : নিহত ৬, আহত ৬০

২০২৪ সেপ্টেম্বর ২১ ০০:০২:৪৬
হাজীগঞ্জ রণক্ষেত্র : নিহত ৬, আহত ৬০

চাঁদপুর প্রতিনিধি : তুচ্ছ ঘটনাকে কেন্দ্রে করে হাজীগঞ্জ বাজারসহ তৎসংলগ্ন  এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। মকিমাবাদ ও টোরাগড় গ্রামের মধ্যে এই সংঘর্ষ ঘটে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) মাগরিবের পর থেকে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া, সড়কে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এতে করে উভয় পক্ষের  ৬ জন নিহত ও কমপক্ষে ৬০ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মূলত টোরাগড় আর মকিমাবাদ গ্রামের মধ্যে হওয়া এ ঘটনার সূত্রপাত তার আগের দিন বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে। একটি তুচ্ছ  ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত। এ সংবাদ লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেনি বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, হাজীগঞ্জ পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের সর্দার বাড়ির এক দোকানির সাথে টোরাগড় গ্রামের কয়েকজনের কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ নিয়ে রাতে সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনা রাতেই সেনাবাহিনীর হস্তক্ষেপে শান্ত হয়।

পরদিন শুক্রবার আগের রাতের ঘটনাকে কেন্দ্র করে ফের সন্ধ্যার পর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হাজীগঞ্জ বাজারে ছড়িয়ে পড়ে। এ সময় পুরাে বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সড়কের এ অংশে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে অসংখ্যবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রাতের বেলা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের ৬ জন নিহত কমপক্ষে ৬০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

এদিকে রাত সাড়ে ৮টার দিকে হাজীগঞ্জ স্টেশন রোডের মুখে ও ডিগ্রি কলেজ সড়কের মুখের প্রধান সড়ক তথা চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে আগুন ধরিয়ে দেয়া হয়।

এ সংবাদ লিখা পর্যন্ত হাজীগঞ্জ বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকতে দেখা গেছে। বাজারে থমথমে পরিবেশ বিরাজ করতে দেখা গেছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুককে ফোন দেয়া হলে তিনি তা রিসিভ করেননি।

(ইউএইচ/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test