E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে বিএনপি নেতৃবৃন্দের সাথে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতবিনিময়

২০২৪ সেপ্টেম্বর ২০ ২০:০৬:২৫
ফরিদপুরে বিএনপি নেতৃবৃন্দের সাথে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতবিনিময়

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষে  ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে ও আয়োজনে, ফরিদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে ‌ ফরিদপুর পূজা উদযাপন কমিটির ‌ নেতৃবৃন্দের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় আরো উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমটি আক্তার টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিনান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন প্রমুখ। এছাড়া, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক অজয় কুমার রায়, সহ-সভাপতি ডা. প্রকাশ স্বরুপ রায় অপু, সুকেশ সাহা, কোতয়ালি থানা পূজা উদযাপন পরিষদ সভাপতি সীতাংশু মিত্র কিংকর, পৌর পূজা কমিটির সভাপতি রাম দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বিএনপি'র নেতৃবৃন্দ আসন্ন শারদীয়া দুর্গাপূজায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে উৎসব মুখর পরিবেশে পালন করার পরামর্শ দেন। তারা জানান, 'বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের উপর যে নির্যাতনের ঘটনা ঘটেছে তার যেন পুনরাবৃত্তি না হয়, সেদিকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে'।

অপরদিকে পূজা কমিটির নেতৃবৃন্দের বক্তব্যে বক্তারা দাবি জানান, 'ফরিদপুরের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের নামে গত ১ সেপ্টেম্বর ঢাকার বাড্ডা থানায় যে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা রুজু হয়েছে তা প্রত্যাহার করতে হবে'। বিএনপি'র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে পূজার আগেই তাদের নেতৃবৃন্দকে মামলা থেকে অব্যহতির আহ্বান জানান ফরিদপুর জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। এসময়, বিএনপি জেলার শীর্ষ নেতৃবৃন্দ পূজা উদযাপন কমিটির নেতাদের নামে যে মামলা হয়েছে, পূজার আগেই অন্তর্বর্তীকালীন সরকার ও জেলার পুলিশ সুপারকে তা নিরপেক্ষ তদন্তপূর্বক বাতিল করার আহ্বান জানান।

(আরআর/এএস/সেপ্টেম্বর ২০, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test