E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ছাত্র আন্দোলনে শহীদ গোপালগঞ্জের রথিন বিশ্বাসের পরিবারকে সমবেদনা জানিয়েছেন জেলা প্রশাসক 

২০২৪ সেপ্টেম্বর ১৯ ১৮:২৮:৫৩
ছাত্র আন্দোলনে শহীদ গোপালগঞ্জের রথিন বিশ্বাসের পরিবারকে সমবেদনা জানিয়েছেন জেলা প্রশাসক 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রথিন বিশ্বাসের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

তিনি আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামে রথিনের গ্রামের বাড়িতে যান। সেখানে পৌঁছে তিনি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ও কিছু সময় কাটান। তাদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। জেলা প্রশাসক রথিন বিশ্বাসের পরিবারের সদস্যদের হাতে খাদ্য ও উপহার সামগ্রী তুলে দেন। এছাড়া তিনি রথিনের পরিবারকে আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ শামছুল আরেফীন, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার, সহকারি কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শুয়াগ্রাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ১ উজ্জ্বল বৈদ্য বিবেক জানিয়েছেন, রথিন বিশ্বাস (২৭) ঢাকার পশ্চিম রাজারবাগে উইলিয়াম কেরি ইন্টারন্যাশনাল স্কুলে অফিস সহকারী পদে চাকরি করতেন। তিনি কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের শুয়াগ্রামের প্রয়াত দানিয়েল বিশ্বাস ও শেফালী বিশ্বাস দম্পতির ছোট ছেলে। গত ৫ আগস্ট সংসদভবন এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স হাপাতালে তিনি ওই দিন মারা যান। পরের দিন ৬ আগস্ট গ্রামের বাড়িতে তার মরদেহ আনা হয়। পরে খ্রিস্টিয় বিধান অনুযায়ী রথিনের মরদেহ বাড়ির আঙ্গিনায় দাফন করা হয়।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২৪)

পাঠকের মতামত:

২০ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test