E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা

২০২৪ সেপ্টেম্বর ১৯ ১৬:৫৭:৪২
কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগে পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম শক্তিশালীকরণে উপজেলা পর্যায়ে তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা বিষয়ে স্টোকহোল্ডারদের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন সংস্থা কর্ডএইড'র স্টেপ প্রকল্পের আয়োজন এ সভা অনুষ্ঠিত হয়।

স্টেপ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. আবু নাঈমের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা আশিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, প্রাণী সম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান।

ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতির সুফল বিষয়ে আলোচনা করেন ইউপি চেয়ারম্যান শওগত হোসেন বিশ্বাস তপন, হুমায়ুন কবির। স্বাগত বক্তব্য রাখেন কর্ডএইড'র জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. বুলবুল হোসাইন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্টেপ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

সভায় আলোচকরা বলেন, যেকোন দূর্যোগের পূর্বাভাস ঘোষণার পরই যদি উপজেলার সরকারি- বেসরকারি কর্মকর্তারা আগাম প্রস্তুতি নিলে দূর্যোগে প্রান ও সম্পদ বাঁচানো সম্ভব। সব প্রতিষ্ঠান যদি এক পরিকল্পনায় কাজ করে তাহলে দূর্যোগে ক্ষতি কমে আসবে। এছাড়া কলাপাড়াসহ উপকূলীয় এলাকায় দূর্যোগ সহনীয় সাইক্লোন শেল্টার, রাস্তাঘাট নির্মাণের পাশাপাশি সমুদ্রে জেলেরা যাতে ৭২ ঘন্টা আগে যেকোন দূর্যোগের পূর্বাভাস পায় সে উদ্যোগ নিতে হবে। স্টেপ প্রকল্প ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা বিষয়ে যাতে সব শ্রেণির মানুষ সংকেত পায় এ বিষয়ে কাজ করছে। এ লক্ষে কলাপাড়ায় লালুয়া ও বালিয়া তলী ইউনিয়নে সাইক্লোন শেল্টার নির্মাণের কাজ চলছে। এছাড়া মানুষকে সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে।

(এমকেআর/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২৪)

পাঠকের মতামত:

২০ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test