E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রায় ২ মাস বন্ধ থাকার পর চালু হয়েছে কেপিএম পেপার মিলস

২০২৪ সেপ্টেম্বর ১৯ ১৩:২৬:১৪
প্রায় ২ মাস বন্ধ থাকার পর চালু হয়েছে কেপিএম পেপার মিলস

রিপন মারমা, রাঙ্গামাটি : প্রায় ২ মাস বন্ধ থাকার পর বুধবার (১৮ সেপ্টেম্বর)  রাত ৮ টা হতে পুনরায় কাগজ উৎপাদনে ফিরেছেন রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলি পেপার মিল ( কেপিএম)  লিমিটেড। বিষয়টি নিশ্চিত করে বুধবার রাত সাড়ে ১১ টায়  কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক( এমডি) মো:  আব্দুল হাকিম এই প্রতিবেদককে জানান, কাঁচামাল সংকটে গত ২০ জুলাই হতে প্রায় ২ মাস কেপিএম কাগজ  উৎপাদন করতে পারেন নাই। সকল সংকট কাটিয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর)  রাত  ৮ টা হতে মিলটি উৎপাদনে ফিরেছে।

এদিকে বুধবার রাত ১১.৪০ মিনিট এ কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ( সিবিএ) এর সভাপতি আবদুল রাজ্জাক এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বুধবার রাত হতে কেপিএম আবারও কাগজ উৎপাদনে ফিরেছে। আমরা শ্রমিক কর্মচারি সকলের পক্ষ হতে মাননীয় শিল্প উপদেষ্টা, বিসিআইসি কর্তৃপক্ষ এবং কেপিএম কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আশা করছি মিলটি আবারও পুরোদমে উৎপাদনে ফিরে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।

প্রসঙ্গত: গত ১২ সেপ্টেম্বর দুপুর ১ টায় কেপিএম সিবিএ এর উদ্যোগে মিল চালু রাখার দাবিতে মিলের ১ নং গেইটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে কেপিএম এর স্থায়ী ও অস্থায়ী শ্রমিক কর্মচারী এবং স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।

(আরএম/এএস/সেপ্টেম্বর ১৯, ২০২৪)

পাঠকের মতামত:

২০ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test