E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

২০২৪ সেপ্টেম্বর ১৮ ১৯:২৩:৫৬
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামের বিরুদ্ধে চেক প্রতারনার অভিযোগ পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। 

আজ বুধবার দুপুরে বরিশাল বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল আমিনের আদালতে মামলা দুইটি দায়ের করেছেন বরিশাল বন্দর থানার ভেদুরিয়া এলাকার বাসিন্দা আব্দুল মালেক হাওলাদার।

আদালতের বিচারক চেক প্রতারনা অভিযোগে মামলা দুটি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী আনিসুর রহমান।

এজাহারে জানা গেছে, আসামি শহিদুল ইসলামের সাথে বাদির পূর্ব পরিচয়ের সূত্রধরে সু-সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে ব্যবসায়ীক প্রয়োজনে বাদি সরল বিশ্বাসে আসামিকে ছয় মাসের মধ্যে ফেরত দেওয়ার শর্তে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর নগদ নয় লাখ টাকা প্রদান করেন। পরবর্তী যথাসময়ে টাকা পরিশোধ না করে চলতি বছরের ২৪ এপ্রিল যমুনা ব্যাংকের চেক প্রদান করেন। ওই চেক পেয়ে টাকা উত্তোলনের জন্য ব্যাংকে জমা দেওয়ার পর চেকটি ডিজঅর্নার করা হয়। পরবর্তীতে আসামিকে গত ১২ আগস্ট আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে।

সূত্রমতে, বাদি আব্দুল মালেক হাওলাদার একই সময় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আরো একটি দুই লাখ টাকার চেক ডিজঅর্নার প্রতারনার অভিযোগে আদলাতে পৃথক দুটি মামলা দায়ের করনে। আদালতের বিচারক মামলার শুনানী শেষে আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারী করেছেন।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test