E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার নাজমুল হাসানের মতবিনিময় 

২০২৪ সেপ্টেম্বর ১৮ ১৮:০৬:০২
দিনাজপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার নাজমুল হাসানের মতবিনিময় 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার নাজমুল হাসান। আজ বুধবার সকালে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এই মতাময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময়ে পুলিশ সুপার বলেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এমন বাস্তবতা থেকে বর্তমান বাস্তবতায় পুলিশ কিছুটা দূরে। সাম্প্রতিক আন্দোলনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে তাতে পুলিশের দীর্ঘদিনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। পুলিশকে নিয়ে মানুষের যে ভাবনা তা নেতিবাচক। এই অবস্থা হতে পুলিশকে ঘুরে দাঁড়াতে হবে। এটাই হলো উত্তম সময় যেখানে পুলিশ প্রমাণ করবে সত্যিই পুলিশ মানুষের বন্ধু, লাখো জনতার আকাঙ্ক্ষার প্রতীক। আমরা আশা করছি আগামীর পুলিশ হবে জনবান্ধব, আগামীর পুলিশ হবে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। তাই পুলিশের কাঠামোটাকে সংস্কারের কথা বলছে বর্তমান সরকার। আমরা এই সংস্কারকে স্বাগত জানাই। সেই সাথে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পুলিশের নিবিড় সম্পর্ক গড়ে তোলা হবে।'

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে, দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সিনিয়র সহ-সভাপতি শাহ্ আলম শাহী, সহ-সম্পাদক রতন সিং, প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্র ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক মোঃ মোসফেকুর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ জিন্নাহ আল মামুন, সাংবাদিক ইউনিয়ন একাংশের সাধারণ সম্পাদক মোঃ শাহিন, আরেকাংশের সাধারণ সম্পাদক মাহফুজুল রিপন, সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল, সাংবাদিক আবু বক্কর সিদ্দিক, নুরুল হুদা দুলাল মোঃ রেজাউল করিম রঞ্জু, ওবায়দুল রহমান, আব্দুর রহমানসহ অন্যরা।

(এসএস/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test