E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সুবর্ণচরে শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিস উদ্ধোধন

২০২৪ সেপ্টেম্বর ১৮ ১৭:৩৩:৫৪
সুবর্ণচরে শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিস উদ্ধোধন

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিস উদ্ধোধন করা হয়েছে।

মঙ্গলবার (বিকেল ৫ টায়) সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার এবং বেকের বাজারে ২ টি অফিস উদ্ধোধন করা হয়। পূর্বচরবাটা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলা উদ্দিনের সঞ্চালনায় এবং সেলিম বাজার কমিটির সাধারন সম্পাদক সিরাজ মিয়ার সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে অফিস উদ্ধোধন করেন সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দিন গাজী।

এসময় আরো উপস্থিত ছিলেন, পূর্ব চরবাটা ইউনিয়ন সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ডাক্তার সোহাগ, প্রচার সম্পাদক বেলাল মেম্বার, পূর্ব চরবাটা ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাহাব উদ্দিন, পর্ব চরবাটা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলা উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলা উদ্দিন, বিএনপি নেতা মাঈন উদ্দিন, শাহজাহান, জামাল, মোঃ মিরাজ উদ্দিন, আনোয়ার হোসেন, নিজাম মেম্বার, খবির আহমদ, মোঃ মানিক, মোঃ সম্রাটসহ উপজেলা ইউনিয়নের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি জামাল উদ্দিন গাজী বলেন, স্বৈরাচারী হাসিনা সরকার পালিয়ে গিয়ে বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে সড়যন্ত্র করছে যতই সড়যন্ত্র করা হোক বাংলার মানুষ তার জবাব দেবে। আগামি নির্বাচনে নোয়াখালী ৪ আসনে সংসদ সদস্য হিসেবে আলহাজ মোঃ শাহজাহানকে সংদস্য সদস্য নির্বাচিত করতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এবং প্রতিশোধ পরায়ন হয়ে কারো জান মালের ক্ষতি না করতে সকলে অনুরোধ করেন।

তিনি বলেন, আওয়ামিলীগ যে অন্যায় করেছে সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, তারা যে জালিম তা মানুষ বুঝে গেছে আমরা তাদের মত জালিম হবোনা আমরা ভালোবাসা, সম্মান এবং ভদ্রতা দিয়ে মানুষের মন জয় করবো,মানুষের সেবা করবো।

(এস/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test